News Headline :
যেসব কারণে আপনি কাপড়ের আলমারি গুছিয়ে রাখতে পারেন না পত্নীতলা উপজেলা বিএনপির মোকছেদুল সভাপতি, ফারুক সম্পাদক স্থানীয় সরকার ইনস্টিটিউট ৯ম গ্রেডে নেবে গবেষণা ও পরিসংখ্যান কর্মকর্তা, আবেদন করেছেন কি বাংলাদেশ টেক্সটাইল মিলস করপোরেশনে নবমসহ বিভিন্ন গ্রেডে চাকরির সুযোগ ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তর নেবে ২৫২৪ জন, ১টি পদের পরীক্ষার সময়সূচি প্রকাশ বোমা মেরে সালমানের গাড়ি উড়িয়ে দেওয়ার হুমকি ভারতীয় ছবিতে পাকিস্তানি নায়ক, কী বলছেন সুস্মিতা ট্রাম্পের দুই উপসহকারী পররাষ্ট্রমন্ত্রী আসছেন বুধবার, গুরুত্ব পাবে গণতান্ত্রিক উত্তরণ, শুল্ক ও মিয়ানমার পরিস্থিতি ট্রাইব্যুনালের মামলায় অতিরিক্ত পুলিশ সুপার অনির্বান ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলাম গ্রেপ্তার রাজনীতি প্রসঙ্গে মুখ খুললেন জেমস 
অগ্রাধিকারমূলক কাজের তালিকা দিলেন উপদেষ্টা মাহফুজ

অগ্রাধিকারমূলক কাজের তালিকা দিলেন উপদেষ্টা মাহফুজ

এখনকার অগ্রাধিকারমূলক কাজের তালিকা দিলেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মাহফুজ আলম। সোমবার (০৬ জানুয়ারি) এক ফেসবুক পোস্টে তিনি এ তালিকা তুলে ধরেন।

সরকারের পক্ষ থেকে অগ্রাধিকার দেওয়া কাজের মধ্যে রয়েছে, জুলাই আন্দোলনে শহীদ-আহতদের তালিকা প্রণয়ন, চিকিৎসা দেওয়া। আহত ও শহীদ পরিবারের সদস্যদের অর্থ-সহায়তা ও দীর্ঘমেয়াদি পুনর্বাসন।

জুলাই গণহত্যার বিচার এবং সে লক্ষ্যে যথাযথ মামলা ও সুষ্ঠু তদন্ত কার্যক্রম পরিচালনা করা। গত ১৬ বছরের গুম খুন ও অর্থনৈতিক লুটপাটের বিচার। লুট হওয়া অর্থ ফেরত আনা। জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা এবং দ্রব্যমূল্য সহনীয় রাখা।  

জাতীয় ঐকমত্যের ভিত্তিতে রাষ্ট্রের বিবিধ প্রতিষ্ঠানগুলোর বাস্তবসম্মত সংস্কার নিশ্চিত করা। শিক্ষা, জনস্বাস্থ্য, তথ্য প্রযুক্তি ও আবাসনসহ সব জন-গুরুত্বপূর্ণ খাত ঢেলে সাজানো।  

তরুণ প্রজন্মের জন্য চাকরি ও উদ্যোগের ক্ষেত্রে  সুযোগের সমতা নিশ্চিত করা। রাষ্ট্রীয় প্রণোদনা বাড়ানো। কথিত উন্নয়ন অর্থনীতির বদলে জনগণ, প্রাণ, প্রকৃতি ও পরিবেশের অনুকূল অর্থনৈতিক কর্মসূচি নেওয়া। সরকারের সব কার্যক্রমে স্বচ্ছতা, জবাবদিহিতা এবং জনগণের সেবা নিশ্চিত করা।  

রাজনৈতিক অগ্রাধিকার তুলে ধরে মাহফুজ আলম লেখেন, অভ্যুত্থানের শক্তিগুলোকে ফ্যাসিবাদী ব্যবস্থা বিলোপ ও নতুন রাজনৈতিক বন্দোবস্তের পক্ষে ঐক্যবদ্ধ করা। জাতীয় স্বার্থকে সব ক্ষেত্রে সমুন্নত রাখা এবং বিগ করপোরেশন ও বিদেশি স্বার্থের বাইরে বাংলাদেশের জনগণ ও প্রাণ প্রকৃতি ও পরিবেশের প্রশ্নকে গুরুত্ব দেওয়া।  

জাতীয় অগ্রাধিকার তথা জাতীয় নিরাপত্তা, স্থিতিশীলতা ও পররাষ্ট্র সম্পর্ক বিষয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে ঐকমত্য ধরে রাখা এবং জনগণের শক্তিকে কাজে লাগিয়ে ফ্যাসিবাদী ব্যবস্থা ও খুনিদের ফেরত আসার পথ রুদ্ধ করা।

সংস্কারের পক্ষে জনগণকে ঐক্যবদ্ধ রাখা এবং ক্ষমতা হস্তান্তরের প্রক্রিয়া তথা নির্বাচন ব্যবস্থা, সংস্কার সাপেক্ষে জনগণের রায়ের কাছে ছেড়ে দেয়া। সারা দেশের মানুষ বিশেষ করে তরুণ প্রজন্মকে রাজনৈতিকভাবে (দায়িত্ব ও অধিকার বিষয়ে) শিক্ষিত ও সচেতন করে তোলা।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023 EU BANGLA NEWS