যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেনের বিরুদ্ধে তীব্র সমালোচনা করেছেন। তিনি বাইডেনকে যুক্তরাষ্ট্রের ইতিহাসের সবচেয়ে খারাপ প্রেসিডেন্ট বলে আখ্যায়িত করেছেন এবং তার ‘উন্মুক্ত সীমান্ত নীতি’কে সাম্প্রতিক সহিংস হামলাগুলোর জন্য দায়ী করেছেন।
ইন্ডিয়া টুডে জানিয়েছে, ডোনাল্ড ট্রাম্প সামাজিক মাধ্যম এক্সে দেয়া এক পোস্টে এমন মন্তব্য করেন।
নতুন বছরের প্রথম দিনগুলোতে একের পর এক হামলার ঘটনায় যুক্তরাষ্ট্রজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। নিউ অরলিন্সে এক হামলায় ১৪ জন নিহত এবং বহু আহত হয়। পুলিশ জানিয়েছে, হামলাকারী শামসুদ দীন জব্বার (৪২) পুলিশের গুলিতে নিহত হয়েছেন। ঘটনার পরপরই লাস ভেগাসে ট্রাম্প টাওয়ারের কাছে একটি টেসলা সাইবারট্রাক বিস্ফোরিত হয়। কর্তৃপক্ষ এ দুটি ঘটনার মধ্যে সংযোগ খতিয়ে দেখছে। এছাড়া, নিউইয়র্কের একটি নাইটক্লাবে গুলির ঘটনায় ১১ জন আহত হয়েছে।
এ প্রসঙ্গে ট্রাম্প তার পোস্টে লেখেন, বাইডেনের ‘উন্মুক্ত সীমান্ত নীতি’র ফলে উগ্র ইসলামিক সন্ত্রাসবাদ এবং সহিংস অপরাধ যুক্তরাষ্ট্রে এতটাই বেড়ে গেছে যে তা কল্পনাও করা কঠিন। তিনি আরও বলেন, জো বাইডেন যুক্তরাষ্ট্রের ইতিহাসের সবচেয়ে খারাপ প্রেসিডেন্ট। তিনি এবং তার সহযোগীরা দেশের যে ক্ষতি করেছেন, তা সহজে ভোলার মতো নয়।
এছাড়া বৃহস্পতিবার ২ জানুয়ারিতে করা অন্য এক পোস্টে ট্রাম্প বলেন, বাইডেন প্রশাসনের দুর্বল নীতির কারণে যুক্তরাষ্ট্র “একটি দুর্যোগে” পরিণত হয়েছে এবং বিশ্বব্যাপী “হাস্যকর বস্তু” হয়ে উঠেছে। তিনি বলেন, আমাদের দেশ দুর্যোগের মুখে। এটি তখনই ঘটে যখন উন্মুক্ত সীমান্ত এবং দুর্বল নেতৃত্ব থাকে।