বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্কের অবনতি, যা বললেন অনির্বাণ

বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্কের অবনতি, যা বললেন অনির্বাণ

ভারতের পশ্চিমবঙ্গের অভিনেতা অনির্বাণ ভট্টাচার্য। কলকাতার পাশাপাশি এপার বাংলাতেও কাজ করেছেন তিনি।যে কারণে দুই বাংলাতেই রয়েছে তার যথেষ্ট ভক্ত।

সম্প্রতি আনন্দবাজারকে দেওয়া এক সাক্ষাৎকারে বাংলাদেশ-ভারতের মধ্যেকার সম্পর্ক ও পরিস্থিতি নিয়ে কথা বলেছেন এই অভিনেতা। যেখানে অনির্বাণ বলেছেন, বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্কের অবনতি কষ্ট দেয় তাকে। একইসঙ্গে এই পরিস্থিতির জন্য রাজনীতিবীদদের দায় দেখছেন তিনি।

অনির্বাণকে প্রশ্ন করা হয়, ভারত-বাংলাদেশের মিষ্টি সম্পর্কে একটু যেন তিক্ততা। শিল্পী অনির্বাণকে কি ছুঁয়ে যায়? খারাপ লাগে?

জবাবে এই  অভিনেতা বলেন, হ্যাঁ ছুঁয়ে যায়। খারাপ লাগে। কী বলব? আমরা আমাদের রাজনীতির দায়ভার দক্ষিণপন্থী নেতাদের হাতে তুলে দিয়েছি। পুঁজিবাদী আর দক্ষিণপন্থী মতবাদ- আমরা এই করতেই তো পৃথিবীতে এসেছি। ঝামেলা বাঁধাতে, হাঙ্গামা তৈরি করতে।

অভিনেতার সাফ কথা, বাংলাদেশ-ভারতের বর্তমান পরিস্থিতির জন্য দায়ী রাজনীতিবীদরা। নিজেদের স্বার্থ হাসিলের জন্যই দুই দেশের মধ্যকার সম্পর্ক খারাপ করেছেন তারা।  

অনির্বাণ বলেন, রাজনীতির এটা একটা দিক। এটা করে সমাজের মধ্যে যত রকম অশান্তি, যত রকম ব্যবধান তৈরি করা যায়, করতে থাকো। আর মুনাফা লুটতে থাকো। ভোট লুটতে থাকো। শিল্পপতির টাকা বাড়তে থাকুক। সবাই এসব জানে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023 EU BANGLA NEWS