লেবানন থেকে ফিরলেন আরও ৮৫ বাংলাদেশি

লেবানন থেকে ফিরলেন আরও ৮৫ বাংলাদেশি

যুদ্ধবিধ্বস্ত লেবানন থেকে আরও ৮৫ জন বাংলাদেশি দেশে ফিরেছেন। এ নিয়ে সর্বমোট এক হাজার ৪৮ বাংলাদেশিকে লেবানন থেকে ফেরত আনা হলো।শুক্রবার (১৩ ডিসেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয় এ খবর জানায়।

পররাষ্ট্র মন্ত্রণালয়, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়, লেবাননে বাংলাদেশ দূতাবাস এবং আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) সহযোগিতায় এই ৮৫ জনকে দেশে ফিরিয়ে আনা হলো।

পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, স্বেচ্ছায় দেশে ফিরতে ইচ্ছুক আটকে পড়া বাংলাদেশিদের মধ্যে ৮৫ জনকে ইথিওপিয়ার একটি ফ্লাইটে সম্পূর্ণ সরকারি খরচে শুক্রবার দেশে প্রত্যাবাসন করা হয়েছে। এ পর্যন্ত ১৬ টি ফ্লাইটে সর্বমোট এক হাজার ৪৮ জন বাংলাদেশিকে লেবানন থেকে বাংলাদেশে প্রত্যাবাসন করা হয়েছে।

প্রত্যাবাসন করা বাংলাদেশি নাগরিককে বিমানবন্দরে অভ্যর্থনা জানান পররাষ্ট্র মন্ত্রণালয়, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এবং আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) কর্মকর্তারা।

আইওএমের পক্ষ থেকে প্রত্যেকের জন্য পাঁচ হাজার টাকা পকেটমানি, কিছু খাদ্য সামগ্রী ও প্রাথমিক মেডিকেল চিকিৎসার ব্যবস্থা করা হয়। বিমানবন্দরে ফিরে আসা বাংলাদেশিদের সঙ্গে পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা যুদ্ধের ভয়াবহতা নিয়ে কথা বলেন এবং তাদের খোঁজ খবর নেন। এ পর্যন্ত একজন বাংলাদেশি বোমা হামলায় নিহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে।

লেবাননে চলমান যুদ্ধাবস্থায় যতজন প্রবাসী বাংলাদেশি দেশে ফিরে আসতে ইচ্ছুক, তাদের সবাইকেই সরকার নিজ খরচে দেশে ফেরত আনবে। বৈরুতের বাংলাদেশ দূতাবাস দেশে ফিরে আসতে ইচ্ছুক বাংলাদেশিদের নিরাপদে ফেরাতে এবং নিরাপত্তা নিশ্চিত করার জন্য সর্বোচ্চ উদ্যোগ নিয়েছে বলে জানায় পররাষ্ট্র মন্ত্রণালয়।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023 EU BANGLA NEWS