বিমান বন্দর থেকে তেজগাঁওয়ে বিমান বাহিনীর ফ্যালকন হলে হকি খেলোয়াড়রা এসে গেছেন। বিমান বাহিনী প্রধান এবং হকি ফেডারেশনের সভাপতি এয়ার চীফ মার্শাল হাসান মাহমুদ খাঁন মৌলভী বাজারে বিমান বাহিনীর একটি অনুষ্ঠান শেষে ফিরবেন। নির্ধারিত সময়ে সংবর্ধণা অনুষ্ঠান শুরু হবে।
এরই মধ্যে খেলোয়াড়রা গল্প শুনিয়েছেন কিভাবে বিশ্বকাপ জুনিয়র হকিতে খেলার সিঁড়ি গড়ে নিয়েছেন। কিভাবে ধাপে ধাপে এগিয়ে গেছেন। চূড়ায় উঠে দেশের পতাকা তুলে ধরতে হলে এখনই পরিকল্পনা করতে হবে। প্রথম বার যুব বিশ্বকাপে বাংলাদেশের অবস্থান তৈরি করতে লম্বা প্রস্তুতির কথা তুলে ধরেন।
এক ম্যাচে দুই হ্যাটট্টিক করে আমিরুল ইসলাম এবং রাকিবুল ইসলাম রকি যেন কাল ছিলেন সবার আকর্ষনের কেন্দ্র বিন্দুতে। ইতিহাস গড়ে আসে আমিরুল বলেন, ‘আমাদের মধ্যে মাইন্ডসেট ছিল আমরা বিশ্বকাপ খেলতে চাই। অনেক রকম সমস্যা রয়েছে কিন্তু সেগুলো ভুলে গিয়ে যুব বিশ্বকাপের টিকিট নিয়ে দেশে ফিরতে চাই। জেদটাকে কাজে লাগিয়েছি আমরা।’
ওমানে এশিয়া কাপে (অনূর্ধ্ব ২১) খেলতে যাওয়ার আগে বিকেএসপিতে আড়াই মাস অনুশীলন হয়েছে। তখন দেশের পরিস্থিতি খুব ভালো ছিল না। এর মধ্যেই খেলতে যেতে হয়েছিল। এশিয়া কাপের ১০ দেশের মধ্যে ৭ দেশ যুব বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েছে। বাংলাদেশ ইতিহাস সৃষ্টি করে ফিরেছে।
দলের খেলোয়াড় আমিরুল জানান পকেট মানি ১০ ডলার করে দেওয়া হলেও খেলার সামগ্রী কিনতে অনেক টাকা খরচ হয়ে যায়। স্পন্সর নেই। নিজেদের পকেটের টাকায় কিনতে হয়-এ নিয়ে আফসোস রয়েছে আমিরুলের। বাংলাদেশ যুব হকি দলের আমিরুল পেনাল্টি কর্নার স্পেশালিষ্ট হলেও ওমানে ম্যাচে তার বল কানেক্ট কম হওয়ায় আফসোস রয়েছে।
বাংলাদেশ দলের সবচেয়ে বেশি গোল করেছেন রাকিবুল ইসলাম রকি আবাহনীর খেলোয়াড়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। রকিকে খেলাধুলায় এনেছেন তারই বোন জামাই। বললেন, ‘খুব দুষ্টু ছিলাম। ৫ বোনের ১ ভাই আমি। আমার দুলাভাই আমাকে বিকেএসপিতে পাঠান। দুই বছর ট্রেনিং করে হকি খেলা ভালো লেগে যায়। ২০১৭ সালে বিকেএসপিতে ভর্তি হয়ে রকি আজ দেশের অন্যতম সেরা খেলোয়াড়। জাতীয় দলেও খেলছেন। রকির ভেতরে অনেক বেশি উচ্ছ্বাস। চটপটে। ৭ গোল করেছেন, উচ্ছ্বাস থাকলেও কষ্ট আছে মনে। এই খেলোয়াড়দের মধ্যে অনেক কথা রয়েছে, সেগুলো প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা হলে বলতে চান।
অধিনায়ক মেহেরাব হোসেন সামিন মনে করেন শুধু জাতীয় দলের খেলা খেললেই হবে না। তিনি ঘরোয়া হকিতে আরো বেশি খেলা চান। সামিন বলেন,‘ঘরোয়া হকিতে খেলা না হলে জাতীয় দলের গিয়ে ফিটনেস সংকট দেখা যায়। আমরা চাই ফ্রাঞ্চাইজি হকিটা হোক।’ প্রধান উপদেষ্টার সঙ্গে কথা বলতে চান কোচ মওদুদুর রহমান শুভ।
ওমানের মাসকটে বাংলাদেশ অনূর্ধ্ব-২১ হকি দল গ্রুপ পর্বে ৪ খেলায় পাকিস্তানের বিপক্ষে হেরেছে, ওমানকে হারিয়েছে। চীনের সঙ্গে ড্র (১-১) করেছিল, শক্তিশালী মালয়েশিয়ার বিপক্ষের জিততে জিততেও জেতা হয়নি, ড্র হয়। স্থান নির্ধারণী ম্যাচে আবার চীনের বিপক্ষে লড়াইয়ে ম্যাচ জিতেছে বাংলাদেশ। ৬ ম্যাচে ১৯ গোল করেছে বাংলাদেশ, হজম করেছে ১৫ গোল। রকিবুল ইসলাম রকি ৭ গোল করেছেন এবং ১টা ম্যাচ সেরা খেলোয়াড় হয়েছেন। শেষ খেলায় হ্যাটট্টিক করেছেন চীনের বিপক্ষে। আমিরুল ইসলাম ৫ গোল করেছেন, ২ ম্যাচে সেরা খেলোয়াড় হয়েছেন এবং হ্যাটট্টিক করেছেন চীনের বিপক্ষে। মালয়েশিয়ার বিপক্ষে ড্র ম্যাচে (২-২) ভালো খেলে ম্যাচ সেরা হয়েছেন গোলরক্ষক নুরুজ্জামান নয়ন। চীনের বিপক্ষে ড্র ম্যাচে ম্যাচ সেরা হয়েছেন অধিনায়ক মেহেরাব হোসেন সামিন।
ইউরোপীনদের সঙ্গে টক্কর দিতে পরিকল্পনা না করা হলে সাগরে নেমে ছিটকে যাবে বাংলাদেশ অনূর্ধ্ব-২১ হকি দল। বিশ্বকাপে খেলার নিশ্চিয়তা নিয়ে ঢাকায় ফিরে খেলোয়াড়রা জানিয়েছেন তারা কিভাবে নিজেকে গড়ে তুলতে চান। আগামী বিশ্বকাপ অনূর্ধ্ব-২১ হকির আসর বসবে ভারতে, ডিসেম্বরে। এশিয়া হতে পঞ্চম দেশ হিসাবে খেলার যোগ্যতা অর্জন করেছে। হকির কোনো বিশ্বকাপেই খেলার সুযোগ পায়নি বাংলাদেশ। দেশের হকির ইতিহাসে এটাই প্রথম।
বাংলাদেশ জাতীয় হকি দলের প্রথম অধিনায়ক আব্দুস সাদেক বলেছিলেন বেশি বেশি ইউরোপীয়নদের সঙ্গে খেলতে হবে। টুর্নামেন্ট খেলতে হবে। প্রীতি ম্যাচ খেলতে হবে। না হলে বিশ্বকাপে গিয়ে পেরে উঠবে না। অন্তত দুইটা আন্তর্জাতিক টুর্নামেন্ট খেলা উচিত।’ আব্দুস সাদেকের মতো অনূর্ধ্ব ২১ দলের খেলোয়াড়রাও গতকাল ঢাকায় একই কথা বললেন। তারা অষ্ট্রেলিয়া, ইউরোপে গিয়ে খেলতে চান। খেলোয়াড়রা বললেন, ‘এশিয়ার দলগুলোর সঙ্গে খেলা হয়েছে। যুব বিশ্বকাপে গেলে সেখানে ইউরোপের শক্তিশালী দেশগুলো খেলতে আসবে। টক্কর দিয়ে লড়াই করতে হলে অভিজ্ঞতা অর্জন করতে হবে।