হাসপাতাল থেকে দুদিন পর বাসায় যেতে পারবেন তামিম

হাসপাতাল থেকে দুদিন পর বাসায় যেতে পারবেন তামিম

মাঠেই অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন তামিম ইকবাল। পরে জানা যায় হার্ট অ্যাটাক করেছিলেন তিনি।হার্টে রিং পরানোর পর ধীরে ধীরে সুস্থ হন এই ওপেনার। তাকে নিয়ে আসা হয় এভারকেয়ার হাসপাতালে। বর্তমানে তার শরীরের অবস্থা বেশ ভালো বলে জানিয়েছেন চিকিৎসক।  

আজ এভারকেয়ার হাসপাতালে রুটিন চেক-আপের পর সংবাদ সম্মেলন এমন খবর দেন চিকিৎসক আরিফ মাহমুদ। তামিমের শারীরিক ও মানসিক অবস্থার কথা জানান কার্ডিওলজি বিভাগের সিনিয়র পরামর্শক প্রফেসর শাহাব উদ্দিন তালুকদার। এর আগে তাকে প্রধান করে পাঁচ সদস্যের একটি মেডিকেল বোর্ড গঠন করা হয়।  

সংবাদ সম্মেলনে চিকিৎসক আরিফ মাহমুদ জানান, ‘বোর্ড মিটিংয়ের প্রতিবেদন অনুযায়ী, তামিম খুব ভালো আছেন। খাওয়াদাওয়া করছেন, সবার সঙ্গে কথা বলছেন। আজকে সিসিইউ থেকে তিনি রুমে চলে যাবেন। এরপর এক বা দুই দিন পর্যবেক্ষণে রাখা হবে। তারপর তিনি বাসায় যেতে পারবেন। ’

বিভিন্ন পরীক্ষা শেষে তামিমের অবস্থা এখন কেমন সে সম্পর্কে জানান প্রফেসর শাহাব উদ্দিন তালুকদার। । তিনি বলেন, ‘কিছুক্ষণ আগে আমরা ইকোকার্ডিওগ্রাফ করেছি। হার্টের মুভমেন্ট সামান্য কমেছে। অন্যান্য সবকিছু যেমন আছে, তিনি খুব ভালো জীবনযাপন করতে পারবেন। ক্রিকেটে তিনি ফিরবেন কী ফিরবেন না, সেটা ৩-৪ মাস পর আমরা কার্ডিয়াক টিম ও ফিজিও বসে, তামিমের অবস্থা পর্যবেক্ষণ করে বলতে পারব। ’

মেডিকেল বোর্ডের প্রধান জানালেন, এত অল্প বয়সে ম্যাসিভ হার্ট অ্যাটাক করার ব্যাপারটি মানতে পারছেন না তামিম, ‘তামিমের যেটা হলো, ও এটাকে (হার্ট অ্যাটাক) নিতে পারছে না। সাইকোলজিক্যালি মানতে পারছে না। এটা হবে, সে কল্পনা করতে পারেনি। তবে এটার কিন্তু অনেক ইতিহাস আছে। অনেক খেলোয়াড় মাঠে খেলার সময় মারা গেছে, অজ্ঞান হয়ে পড়ে গেছে। ’

অন্যান্য চিকিৎসার পাশাপাশি তাই একজন মনোবিদের তত্ত্বাবধানে কাউন্সেলিংও করা হচ্ছে দেশসেরা এই ওপেনারের।  

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023 EU BANGLA NEWS