বাংলাদেশ ছাড়ার আগে হামজা: ইনশা আল্লাহ, আবারও আসব

বাংলাদেশ ছাড়ার আগে হামজা: ইনশা আল্লাহ, আবারও আসব

নানা প্রতিকূলতা কাটিয়ে অবশেষে বাংলাদেশের জার্সিতে অভিষেক হয়েছে হামজা দেওয়ান চৌধুরীর। ভারতের বিপক্ষে ম্যাচটিতে বল পায়ে দুর্দান্ত ছিলেন তিনি।দল না জিতলেও নিজের দারুণ খেলায় সবাইকে মুগ্ধ করলেন। এবার যুক্তরাজ্যে আবার উড়াল দিয়েছেন তিনি। যাওয়ার আগে আবারও আসার কথা জানিয়ে গেলেন।  

ম্যাচ শেষে দলের সঙ্গে দেশে ফিরে এক রাতের মধ্যেই যুক্তরাজ্যের উদ্দেশে রওনা দেন এই ডিফেন্সিভ মিডফিল্ডার। বিমানবন্দরে পরিবারের সঙ্গে শেষবার দেখা করেন তিনি। আজ সকালেই ইংল্যান্ডের ক্লাব শেফিল্ড ইউনাইটেডে যোগ দিতে বাংলাদেশ বিমানের ফ্লাইটে দেশ ছেড়েছেন। জানা গেছে, সকাল পৌনে দশটায় ঢাকা থেকে সিলেট, এরপর ওই ফ্লাইটেই পৌনে ১২টার দিকে সিলেট থেকে ম্যানচেস্টারের উদ্দেশে ছেড়ে গেছেন।  

দেশ ছাড়ার আগে এক সংক্ষিপ্ত বার্তায় সবাইকে ধন্যবাদ জানান হামজা। তিনি বলেন, ‘ধন্যবাদ সবাইকে। ইন শা আল্লাহ, জুনে আবারও আসব। আমার জন্য দোয়া করবেন। পরবর্তী দুটি বড় ম্যাচে আবারও আপনাদের সঙ্গে দেখা হবে। ’

আগামী জুন মাসের ১০ তারিখ এএফসি এশিয়া কাপ বাছাইপর্বে সিঙ্গাপুরের বিপক্ষে খেলবে বাংলাদেশ। ম্যাচটি খেলতেই বাংলাদেশে আসবেন হামজা। বাফুফে ঢাকার জাতীয় স্টেডিয়ামে ম্যাচটি আয়োজন করতে চায়। তবে স্টেডিয়ামের সংস্কারকাজ এখনো চলছে।  

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023 EU BANGLA NEWS