ইমরান খান গ্রেপ্তার: আইএইচসি প্রধান বিচারকের হুঁশিয়ারি

ইমরান খান গ্রেপ্তার: আইএইচসি প্রধান বিচারকের হুঁশিয়ারি

ইসলামাবাদ হাইকোর্টের (আইএইচসি) প্রাঙ্গণ থেকে আজ মঙ্গলবার পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) চেয়ারম্যান ইমরান খানকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি আদালতে শুনানির জন্য হাজির হয়েছিলেন। এসময় হুট করেই আল-কাদির ট্রাস্ট মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, আদালত প্রাঙ্গণ থেকে ইমরান খানকে হেফাজতে নেন দেশটির আধাসামরিক রেঞ্জার্সের সদস্যরা। ইসলামাবাদ পুলিশের মহাপরিদর্শক পিটিআই প্রধানকে গ্রেপ্তারের তথ্য নিশ্চিত করেছেন। 

ইসলামাবাদের পরিস্থিতি স্বাভাবিক আছে বলে জানিয়েছেন পুলিশ প্রধান। তিনি বলেছেন, শহরে ১৪৪ ধারা জারি করা হয়েছে এবং কেউ বিশৃঙ্খলা করলে ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে ইমরান খানকে গ্রেপ্তারের পর কড়া ভাষায় বার্তা দিয়েছেন আইএইচসি-এর প্রধান বিচারক আমির ফারুক। তিনি ইসলামাবাদ পুলিশের প্রধান, অ্যাটর্নি জেনারেল ও স্বরাষ্ট্রসচিবকে আদালতে ১৫ মিনিটের মধ্যে হাজির হওয়ার নির্দেশ দিয়েছেন। 

আমির ফারুক বলেছেন, তিনি সংযম দেখাচ্ছেন। সেইসঙ্গে এক প্রকার হুঁশিয়ারি বার্তায় বলেছেন, ইসলামাবাদ পুলিশের প্রধান আদালতে হাজির না হলে তিনি প্রধানমন্ত্রীকে  তলব করবেন। 

ফারুক আরও বলেছেন, আদালতে আসুন এবং বলুন কেন ইমরান খানকে গ্রেপ্তার করা হয়েছে এবং কোন মামলায় তিনি গ্রেপ্তার হলেন।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023 EU BANGLA NEWS