অস্ট্রেলিয়ার জঙ্গলে আটকে পড়া ৪৮ বছর বয়সী এক নারী মিষ্টি এবং এক বোতল ওয়াইন খেয়ে পাঁচ দিন বেঁচেছিলেন। পাঁচ রাত আটকে থাকার পর গত শুক্রবার উদ্ধারকারী দল তাকে খুঁজে পায়।
বিবিসি জানিয়েছে, লিলিয়ান আইপি নামের ওই নারী ভিক্টোরিয়া রাজ্যের ঘন জঙ্গলের মধ্য দিয়ে ভ্রমণের জন্য যাত্রা শুরু করেছিলেন। কিন্তু একটি ভুল দিকে বাঁক নেওয়ার পরে তার গাড়িটি কাদায় আটকে যায় এবং সে সেখানেই আটকা পড়েন।
আইপি মদ পান করেন না তবে তার গাড়িতে উপহার দেওয়ার জন্য একটি মদের বোতল ছিল। সাথে ছিল কয়েকটি স্ন্যাকস এবং মিষ্টি যা খেয়ে তিনি বেঁচেছিলেন।
উদ্ধার হওয়ার পর আইপি বলেন, আমি ভেবেছিলাম আমি সেখানে মারা যাব। আমি হাল ছেড়ে দিয়েছিলাম। আমি পরিবারের কাছে একটি চিঠি লিখেছিলাম যে আমি তাদের ভালবাসি।
ভিক্টোরিয়া পুলিশ জানিয়েছে, আইপিকে শহর থেকে প্রায় ৬০ কিলোমিটার দূরে পাওয়া গিয়েছিল। স্বাস্থ্যগত সমস্যার কারণে তিনি তার গাড়ি ছেঁড়ে অন্য কোথাও যেতে পারেননি। তার সাথে ছিল একটি মদের বোতল যা তিনি তার মায়ের জন্য কিনেছিলেন।
আইপিকে উদ্ধারের পর চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। পরে সেখান থেকে তিনি মেলবোর্নে ফিরে গিয়েছেন।