অবরোধে ফাঁকা রাস্তায় ফুটবল-ক্রিকেটে মেতেছেন ঢাবিশিক্ষার্থীরা

অবরোধে ফাঁকা রাস্তায় ফুটবল-ক্রিকেটে মেতেছেন ঢাবিশিক্ষার্থীরা

সরকারি চাকরিতে সব গ্রেডে যৌক্তিক পর্যায়ে কোটা সংস্কারের দাবিতে আবারও পুরান ঢাকার চানখারপুল মোড় ও আনন্দবাজার সড়ক অবরোধ করেছেন শিক্ষার্থীরা। এই অবরোধের কারণে ওই এলাকা হয়ে পড়েছে যানবাহনশূন্য।ফলে সড়কে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কিছু শিক্ষার্থীকে ফুটবল ও ক্রিকেট খেলতে দেখা যায়।

সোমবার (৮ জুলাই) বিকেল সাড়ে ৪টার দিকে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগের পাশে ও একুশে হলের সামনের সড়কে শিক্ষার্থীদের এ খেলাধুলায় দেখা যায়।  

এর আগে বিকেল সাড়ে ৩টার দিকে ওই চানখারপুল মোড় ও আনন্দবাজার সড়কে অবস্থান নেন শিক্ষার্থীরা।

আনন্দবাজারে মেয়র মোহাম্মদ হানিফ ফ্লাইওভারের ঢাল, চানখারপুল ও আশেপাশের সড়কের মুখে অবস্থান করা শিক্ষার্থীদের অবস্থানের ফাঁকফোকর গলে দুই-একটি মোটরসাইকেল ঢুকে গেলেও তাদের আবার দাঁড় করিয়ে বের করে দিতে দেখা যায়। এছাড়া হুইসেল বাজিয়ে কোনো অ্যাম্বুলেন্স সড়কে এলে ওই গাড়িকে জায়গা করে দিতে দেখা যায় শিক্ষার্থীদের।

সরকারি দপ্তর, স্বায়ত্তশাসিত বা আধা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান ও বিভিন্ন করপোরেশনের চাকরিতে সরাসরি নিয়োগের ক্ষেত্রে এতদিন প্রথম ও দ্বিতীয় শ্রেণিতে অর্থাৎ ৯ম থেকে ১৩তম গ্রেড পর্যন্ত কোটা বাতিলের দাবি জানিয়ে আসছিলেন শিক্ষার্থীরা।  

তবে এবার তৃতীয় ও চতুর্থ শ্রেণিসহ সব গ্রেডে কোটা যৌক্তিক পরিমাণে সংস্কারের এক দফা দাবি ঘোষণা করেছেন আন্দোলনকারী শিক্ষার্থীরা।  

শিক্ষার্থীদের দাবি, সব গ্রেডে অযৌক্তিক ও বৈষম্যমূলক কোটা বাতিল করে সংবিধানে উল্লেখিত অনগ্রসর গোষ্ঠীর জন্য কোটা ন্যূনতম পর্যায়ে এনে সংসদে আইন পাস করে কোটা সংস্কার করতে হবে।  

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023 EU BANGLA NEWS