News Headline :
রাজশাহীতে বিক্ষোভ, নেতানিয়াহুর কুশপুতুলে আগুন জামালপুরে চেক প্রতারণার মামলায় বিএনপি নেতার কারাদণ্ড ফিলিস্তিন ইস্যুতে লুটপাট প্রতিবাদের ভাষা হতে পারে না: পররাষ্ট্র উপদেষ্টা রাশিয়ার ‘অ্যাটমস্কিলস চ্যাম্পিয়নশিপে’ ৫ বাংলাদেশি পুরস্কৃত গাজায় ইসরায়েলের গণহত্যার প্রতিবাদে গায়েবানা জানাজা গাজা-রাফায় ইসরায়েলি গণহত্যা বন্ধের দাবি যশোরের সাংবাদিকদের কুমিল্লায় কেএফসিতে ভাঙচুরের ঘটনায় গ্রেপ্তার ৪ ট্রাম্পের ঘোষণার পর ক্রিপ্টোবাজারেও অস্থিরতা, কমেছে বিটকয়েনের দাম ভিয়েতনাম থেকে এলো ১২ হাজার ৭০০ টন আতপ চাল মুন্সিগঞ্জে দু-এক মাসের মধ্যে মেডিকেল কলেজের কাজ শুরু হতে পারে: স্বরাষ্ট্র উপদেষ্টা
নারীদের বিশ্বকাপ বাছাইয়ে দুই বাংলাদেশি আম্পায়ার

নারীদের বিশ্বকাপ বাছাইয়ে দুই বাংলাদেশি আম্পায়ার

নারী ওয়ানডে বিশ্বকাপের বাছাই পর্ব খেলতে আজ (বুধবার) পাকিস্তানের উদ্দেশে দেশ ছেড়েছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। তবে মাঠে শুধুমাত্র নিগার সুলতানা জ্যোতিরা খেলবেন না, টুর্নামেন্টের দায়িত্বে থাকবেন আরও দুই বাংলাদেশি।

আইসিসির ঘোষিত আম্পায়ার তালিকায় জায়গা পেয়েছেন বাংলাদেশের মাসুদুর রহমান মুকুল ও সাথিরা জাকির জেসি।  

আজ আইসিসি ১০ জনের আম্পায়ার তালিকা প্রকাশ করেছে, যেখানে এই দুই বাংলাদেশি আম্পায়ারের নাম রয়েছে। পাশাপাশি, তিনজন ম্যাচ রেফারির নামও প্রকাশ করেছে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা।  

প্রথমবার বড় মঞ্চে আম্পায়ারিং করবেন জেসি

বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচ দিয়ে আইসিসির কোনো বড় ইভেন্টে প্রথমবারের মতো আম্পায়ারিং করবেন সাথিরা জাকির জেসি। যদিও এর আগে তিনি নারী এশিয়া কাপ ও অনূর্ধ্ব-১৯ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচ পরিচালনা করেছেন। একসময় জাতীয় দলের ক্রিকেটার হিসেবে বাংলাদেশের হয়ে দুইটি ম্যাচও খেলেছিলেন জেসি।  

অভিজ্ঞ আম্পায়ার মুকুলের আরও একটি বড় আসর

অন্যদিকে, আন্তর্জাতিক পর্যায়ে আম্পায়ারিংয়ে অভিজ্ঞ মাসুদুর রহমান মুকুল ইতোমধ্যেই আইসিসির বেশ কিছু বড় ইভেন্ট পরিচালনা করেছেন। তিনি ২০২০ ও ২০২৪ সালের আইসিসি অনূর্ধ্ব-১৯ পুরুষ বিশ্বকাপে আম্পায়ার ছিলেন। এবার নারী বিশ্বকাপ বাছাই পর্বেও দায়িত্ব পালন করবেন তিনি।  

বাছাই পর্বের সময়সূচি

বাছাই পর্ব শুরু হবে ৯ এপ্রিল এবং শেষ হবে ১৯ এপ্রিল। ছয় দলের এই প্রতিযোগিতা থেকে শীর্ষ দুই দল সরাসরি সুযোগ পাবে ভারতে অনুষ্ঠিতব্য নারী ওয়ানডে বিশ্বকাপে।  

বিশ্বকাপ বাছাই পর্বের আম্পায়ার ও ম্যাচ রেফারি তালিকা

আম্পায়ারদের তালিকা:
– মাসুদুর রহমান মুকুল (বাংলাদেশ)   
– সাথিরা জাকির জেসি (বাংলাদেশ)
– বাবস গকুমা (দক্ষিণ আফ্রিকা)  
– ক্যান্ডেস লা বোর্ডে (ওয়েস্ট ইন্ডিজ)  
– দেদুনু ডি সিলভা (শ্রীলঙ্কা)  
– ডনোভান কচ (অস্ট্রেলিয়া)  
– ফয়সাল খান আফ্রিদি (পাকিস্তান)  
– সালিমা ইমতিয়াজ (পাকিস্তান)  
– সারাহ ডামবানেভানা (জিম্বাবুয়ে)  
– শন হেইগ (নিউজিল্যান্ড)  

ম্যাচ রেফারিদের তালিকা:  
– আলী নাকভি (পাকিস্তান)  
– শান্দ্রে ফ্রিটজ (দক্ষিণ আফ্রিকা)  
– ট্রুডি অ্যান্ডারসন (নিউজিল্যান্ড)  

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023 EU BANGLA NEWS