News Headline :
রাজশাহীতে বিক্ষোভ, নেতানিয়াহুর কুশপুতুলে আগুন জামালপুরে চেক প্রতারণার মামলায় বিএনপি নেতার কারাদণ্ড ফিলিস্তিন ইস্যুতে লুটপাট প্রতিবাদের ভাষা হতে পারে না: পররাষ্ট্র উপদেষ্টা রাশিয়ার ‘অ্যাটমস্কিলস চ্যাম্পিয়নশিপে’ ৫ বাংলাদেশি পুরস্কৃত গাজায় ইসরায়েলের গণহত্যার প্রতিবাদে গায়েবানা জানাজা গাজা-রাফায় ইসরায়েলি গণহত্যা বন্ধের দাবি যশোরের সাংবাদিকদের কুমিল্লায় কেএফসিতে ভাঙচুরের ঘটনায় গ্রেপ্তার ৪ ট্রাম্পের ঘোষণার পর ক্রিপ্টোবাজারেও অস্থিরতা, কমেছে বিটকয়েনের দাম ভিয়েতনাম থেকে এলো ১২ হাজার ৭০০ টন আতপ চাল মুন্সিগঞ্জে দু-এক মাসের মধ্যে মেডিকেল কলেজের কাজ শুরু হতে পারে: স্বরাষ্ট্র উপদেষ্টা
এশিয়ান ক্রিকেট কাউন্সিলের নতুন চেয়ারম্যান পাকিস্তানের মহসিন নকভি

এশিয়ান ক্রিকেট কাউন্সিলের নতুন চেয়ারম্যান পাকিস্তানের মহসিন নকভি

পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান মহসিন নকভি এবার এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) নতুন চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হয়েছেন। তিনি শ্রীলঙ্কা ক্রিকেটের (এসএলসি) প্রধান শামি সিলভার স্থলাভিষিক্ত হলেন।

বৃহস্পতিবার ভার্চুয়াল বার্ষিক সাধারণ সভায় (এজিএম) এই সিদ্ধান্ত চূড়ান্ত করা হয়। আগামী দুই বছর নকভি এশিয়ান ক্রিকেটের নেতৃত্ব দেবেন।  

আজ এসিসির এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, “পাকিস্তান আনুষ্ঠানিকভাবে শ্রীলঙ্কা ক্রিকেটের (এসএলসি) কাছ থেকে সভাপতির দায়িত্ব গ্রহণ করেছে। এখন থেকে পাকিস্তান এই সংস্থার নেতৃত্বে থাকবে এবং এশিয়ায় ক্রিকেটের উন্নয়ন ও প্রসারে কাজ করবে। ”  

নকভির সামনে সবচেয়ে বড় দায়িত্ব হলো এশিয়া কাপ ২০২৫ সফলভাবে আয়োজন করা। মূলত, এশিয়া কাপের আয়োজক দেশ ছিল ভারত। তবে ভারত-পাকিস্তানের রাজনৈতিক টানাপোড়েনের কারণে নিরপেক্ষ ভেন্যুতে টুর্নামেন্টটি আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।  

এই সিদ্ধান্তটি নেওয়া হয়েছিল এশিয়া কাপের সম্প্রচার স্বত্ব বিক্রির সময়। এখন নকভির সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হলো নতুন ভেন্যু চূড়ান্ত করা।  

এশিয়া কাপের সম্ভাব্য আয়োজক দেশ:
– সংযুক্ত আরব আমিরাত আয়োজক হিসেবে সবচেয়ে এগিয়ে  
– শ্রীলঙ্কা বিকল্প ভেন্যু হিসেবে আলোচনায়  

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023 EU BANGLA NEWS