গাজায় শরণার্থী শিবিরে ইসরায়েলি হামলায় নিহত ৩৯

গাজায় শরণার্থী শিবিরে ইসরায়েলি হামলায় নিহত ৩৯

গাজার নুসাইরাত শরণার্থী শিবিরে ইসরায়েলি হামলায় কমপক্ষে ৩৯ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও কয়েক ডজন।

ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে, মধ্য গাজার একটি স্কুল ভবনে জাতিসংঘ সংস্থা ইউএনআরডব্লিউএ পরিচালিত বাস্তুচ্যুত লোকদের একটি আশ্রয়কেন্দ্রে যুদ্ধবিমান থেকে হামালা চালানো হয়েছে।  

ইসরায়েলি সামরিক বাহিনী বলেছে গোয়েন্দাতথ্যের ভিত্তিতে তারা হামাসের একটি কম্পাউন্ডকে লক্ষ্য করে হামলা চালিয়ে সফলভাবে ‘বেশ কিছু সন্ত্রাসী’কে নির্মূল করেছে যারা ইসরায়েলি সেনাদের বিরুদ্ধে হামলার পরিকল্পনা করেছিল।

ইসরায়েল বলছে, ‘হামাসের সন্ত্রাসী’রা স্কুলটিকে ব্যবহার করে তাদের ‘সন্ত্রাসী’ কার্যক্রম চালিয়ে আসছিল। তারা বলছে বেসামরিক ক্ষয়ক্ষতি কমানোর লক্ষ্যে এই হামলার আগে এরিয়াল সার্ভিলেন্স এবং অতিরিক্ত গোয়েন্দা তথ্য সংগ্রহ করা হয়েছে।  

আল-আকসা শহীদ হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, হামলায় কমপক্ষে ৩৯ নিহত হয়েছে এবং আরও কয়েক ডজন আহত হয়েছে, আহতদের এখনও হাসপাতালে আনা হচ্ছে, ফলে হতাহতে সংখ্যা আরও বাড়তে পারে আশঙ্কা করা হচ্ছে।

সূত্র: সিএনএন, আরটি, আল জাজিরা

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023 EU BANGLA NEWS