অস্ত্র নিয়ে ইসরায়েলগামী জাহাজকে নিজের বন্দরে ভিড়তে দেয়নি স্পেন

অস্ত্র নিয়ে ইসরায়েলগামী জাহাজকে নিজের বন্দরে ভিড়তে দেয়নি স্পেন

অস্ত্র নিয়ে ইসরায়েলগামী একটি জাহাজ স্পেনের একটি বন্দরে সাময়িক সময়ের জন্য নোঙর করতে চেয়েছিল। কিন্তু স্পেন সরকার অনুমতি দেয়নি। গত বৃহস্পতিবার স্পেনের পররাষ্ট্রমন্ত্রী জোসে ম্যানুয়েল আলবারেজ এ কথা জানান।

ব্রাসেলসে সাংবাদিকদের সঙ্গে আলাপে স্পেনের পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘এবারই প্রথম আমরা এমনটা করেছি। কেননা, এবারই প্রথম আমরা এমন একটি জাহাজ শনাক্ত করেছি, যেটি ইসরায়েলের জন্য অস্ত্রের চালান বহন করছিল এবং জাহাজটি আমাদের কোনো বন্দরে ভিড়তে চেয়েছিল।’

মদ্যপ্রাচ্যের আরও অস্ত্রের প্রয়োজন নেই বরং সেখানে শান্তি দরকার—এমন মন্তব্য করে জোসে ম্যানুয়েল আলবারেজ আরও বলেন, ‘ইসরায়েলের জন্য অস্ত্রের চালান নিয়ে যাওয়া কোনো জাহাজ স্পেনের বন্দর ব্যবহারের আবেদন করলে আমাদের সরকার নিয়মতান্ত্রিকভাবে তা প্রত্যাখ্যান করবে।’

স্পেনের পররাষ্ট্রমন্ত্রী অস্ত্রের চালান বহন করা জাহাজটির সম্পর্কে বিস্তারিত কিছু বলেননি। তবে দেশটির পরিবহণমন্ত্রী অস্কার পুয়েন্তে জানান, জাহাজটির নাম মারিয়ানে দানিকা। ২১ মে স্পেনের দক্ষিণ–পূর্বাঞ্চলের কার্তাজেনা বন্দর ব্যবহারের জন্য অনুমতি চেয়েছিল।

স্পেনের সংবাদমাধ্যম এল পাইস জানিয়েছে, অস্ত্রের চালান বহন করা জাহাজটি ডেনমার্কের পতাকাবাহী। এতে ২৭ টন বিস্ফোরক উপাদান রয়েছে। ভারতের চেন্নাই বন্দর থেকে জাহাজটি ইসরায়েলের হাইফা বন্দরে যাচ্ছে।

এমন একসময় এ কথা জানানো হয়েছে, যখন আরেকটি জাহাজকে নোঙর করার অনুমতি দেওয়ায় প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজের সমাজতন্ত্রী দলের সঙ্গে জোটসঙ্গী বামপন্থী সুমার জোটের মধ্যে দ্বন্দ্ব দেখা দিয়েছে। সপ্তাহখানেক আগে স্পেনের কার্তাজেনা বন্দরে বোরকুম নামের ওই জাহাজ ভিড়েছিল।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023 EU BANGLA NEWS