রাজধানীর হাতিরপুল কাঁচাবাজার এলাকার রাজ কমপ্লেক্স নামক ছয়তলা ভবনের দ্বিতীয় তলায় লাগ আগুন নিয়ন্ত্রণে এসেছে।
ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট আড়াই ঘণ্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।
বৃহস্পতিবার (১৪ মার্চ) সন্ধ্যায় ফায়ার সার্ভিস সদর দপ্তরের মিডিয়া সেলের কর্মকর্তা আনোয়ারুল ইসলাম দোলন এই তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, হাতিরপুলে সন্ধ্যায় ৬টা ৪ মিনিটে আগুনের সংবাদ পাওয়া যায়। পরে ফায়ার সার্ভিসের ৭ ইউনিট কাজ করে রাত সাড়ে ৮টায় আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনের সূত্রপাত তদন্ত সাপেক্ষে জানা যাবে। তবে আগুনের সময় ছাদে আটকেপড়া চারজনকে জীবিত উদ্ধার করা হয়। ঘটনাস্থলে চারপাশে কোনো জানালা না থাকার কারণে দেয়াল ভেঙে ভেতরে প্রবেশ করেন তারা। এরপর ভবনে ছাদে গিয়ে আশ্রয় নেওয়া চার ব্যক্তিকে ছাদ থেকে নিরাপদে নামিয়ে আনা হয়।