নতুন গান দিয়ে বছর শুরু সাবরিনা সাবা’র

নতুন গান দিয়ে বছর শুরু সাবরিনা সাবা’র

বছরের প্রথম নতুন গান নিয়ে শ্রোতা-দর্শকদের সামনে হাজির হলেন এ প্রজন্মের সংগীতশিল্পী সাবরিনা সাবা। গানের শিরোনাম ‘সকাল-দুপুর’। গানটি লিখেছেন ও সুর করেছেন তারেক হামিম। সংগীতায়োজন তরেছেন অনিক সাহান।

মিউজিক ভিডিও নির্মাণ করেছেন আলামিন হোসেন। ভিডিওতে মডেল হয়েছেন আরিফ অপু ও সাবরিনা সাবা।

গান প্রসঙ্গে সাবা বলেন, গানটিতে যখন ভয়েস দিই, তখনই আলাদা মনে হয়েছে গানটি। আমি বরাবরই একটু অন্য রকম কথা সুরের গান পছন্দ করে আসছি।এ গানের কথা ও সুরে শ্রোতারা নতুনত্ব পাবেন।

গানটি সাবার নিজস্ব ইউটিউব চ্যানেলে প্রকাশ হয়েছে। এরপর থেকেই এটি নেটিজেনদের প্রশংসা পাচ্ছে বলে জানান তিনি।

সাবার কথায়, প্রকাশের পর ভালোই সাড়া পাচ্ছি।

আশা করছি সময়ের সঙ্গে সঙ্গে গানটি নিয়ে আরও বেশি সাড়া পাব।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023 EU BANGLA NEWS