পাসপোর্ট সূচকে এক ধাপ পিছিয়েছে বাংলাদেশ। লন্ডনভিত্তিক পরামর্শক প্রতিষ্ঠান দ্য হেনলি অ্যান্ড পার্টনার্সের ২০২৪ সালের ফেব্রুয়ারি মাসের সূচক থেকে এ তথ্য জানা গেছে।
এ সূচকে বাংলাদেশের অবস্থান ১০২তম। যৌথভাবে একই অবস্থানে রয়েছে উত্তর কোরিয়া। ২০২৩ সালে বাংলাদেশের অবস্থান ছিল ১০১তম।
সবশেষ প্রকাশিত সূচকে যৌথভাবে শীর্ষে রয়েছে ফ্রান্স, জার্মানি, ইতালি, জাপান, সিঙ্গাপুর ও স্পেন। দ্বিতীয় অবস্থানে যৌথভাবে রয়েছে ফিনল্যান্ড নেদারল্যান্ডস, দক্ষিণ কোরিয়া ও সুইডেন।
তৃতীয় অবস্থানে রয়েছে, অস্ট্রিয়া, ডেনমার্ক, আয়ারল্যান্ড, লুক্সেমবার্গ ও যুক্তরাজ্য। চতুর্থ অবস্থানে রয়েছে বেলজিয়াম, নরওয়ে ও পর্তুগাল।
যুক্তরাষ্ট্র, কানাডার অবস্থান ছয় নম্বরে। ভারত রয়েছে ৮৫ নম্বরে। বাংলাদেশের পর নেপাল পাকিস্তান ও আফগানিস্তানের অবস্থান যথাক্রমে ১০৩, ১০৬ ও সবশেষ ১০৯।
নতুন সূচকের তথ্য অনুযায়ী, বাংলাদেশের পাসপোর্টধারীরা আগাম ভিসা ছাড়া বিশ্বের ৪২টি দেশ ভ্রমণ করতে পারেন। অবশ্য ২০২৩ সালের সূচক অনুযায়ী, এ সংখ্যা ছিল ৪১।
শীর্ষে থাকা ফ্রান্স, জার্মানি, ইতালি, জাপান, সিঙ্গাপুর ও স্পেনের পাসপোর্টধারীরা আগাম ভিসা ছাড়া ১৯৪টি দেশে ভ্রমণ করতে পারেন।
প্রতি মাসেই সূচকের তথ্য হালনাগাদ করা হয়ে থাকে। সর্বসাম্প্রতিক সূচকে ১৯৯টি ভিন্ন দেশ ও ২২৭টি ভ্রমণ গন্তব্য অন্তর্ভুক্ত।