পাপুয়া নিউগিনিতে জাতিগত বিরোধে নিহত ২৬

পাপুয়া নিউগিনিতে জাতিগত বিরোধে নিহত ২৬

পাপুয়া নিউগিনির প্রত্যন্ত পার্বত্য অঞ্চলে জাতিগত বিরোধে অন্তত ২৬ জনের প্রাণ গেছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

ন্যাশনাল পুলিশের মুখপাত্র বিবিসিকে বলেন, ছুটির দিনে এনগা প্রদেশে অতর্কিত হামলার সময় তাদের গুলি করে হত্যা করা হয়।

পার্বত্য অঞ্চলটি দীর্ঘদিন ধরে সহিংসতার মুখোমুখি। এসব হত্যাকাণ্ড গত কয়েক বছরের মধ্যে ঘটে যাওয়া সবচেয়ে বাজে ঘটনা।  

অবৈধ আগ্নেয়াস্ত্রের অবাধ প্রবাহ এ অঞ্চলে সহিংসতাকে আরও ভয়াবহ করে তুলেছে এবং সহিংসতা আরও বাড়িয়ে তুলছে।  

কর্তৃপক্ষ প্রাথমিকভাবে ৬৪ জনের প্রাণহানির খবর জানায়। তবে পরে তারা জানায়, ২৬ জন নিহত হয়েছেন।

রাজধানী পোর্ট মোরেসবি থেকে প্রায় ৬০০ কিলোমিটার উত্তর-পশ্চিমে ওয়াবাগ শহরের কাছে ঘটনাস্থল থেকে পুলিশ মরদেহ উদ্ধার শুরু করেছে।

রয়েল পাপুয়া নিউগিনি কনস্টাবুলারির ভারপ্রাপ্ত সুপার জর্জ কাকাস অস্ট্রেলিয়ান ব্রডকাস্টিং করপোরেশনকে (এবিসি) বলেন, এনগাতে আমার দেখা সবচেয়ে বড় হত্যাকাণ্ডের ঘটনা এটি, সম্ভবত পার্বত্য অঞ্চলের মধ্যেও। আমরা সবাই বিধ্বস্ত, সবাই মানসিক চাপে আছি। এটি বোঝা সত্যিই কঠিন।

পুলিশ ঘটনাস্থলের ভিডিও ও ছবি পেয়েছে, যাতে লাশবোঝাই একটি ট্রাক দেখা গেছে।  

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023 EU BANGLA NEWS