![](https://eubanglanews.org/wp-content/uploads/2023/06/prothomalo-bangla_2023-02_c3acd924-2527-4876-8a6b-4ac3feed982e_prothomalo_bangla_2020_09_957b9e33_2b3b_4518_aae3_a3a699f72a5e_prothomalo_import_media_2017_11_14_58-600x337.webp)
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ১০টি সংসদীয় আসনের সীমানায় পরিবর্তন এনেছে নির্বাচন কমিশন (ইসি)। এই ১০টি বাদে সংসদের ৩০০ আসনের বাকিগুলোতে সীমানায় কোনো পরিবর্তন আনা হয়নি। যে ১০টি আসনের সীমানায় পরিবর্তন এসেছে সেগুলো হলো পিরোজপুর–১ , পিরোজপুর–২, কুমিল্লা-১, কুমিল্লা-২, ফরিদপুর–২, ফরিদপুর–৪, গাজীপুর–২ ও গাজীপুর–৫ এবং নোয়াখালী–১ ও নোয়াখালী– ২ আসন।
বিস্তারিত পড়ুন