দেশীয় শোবিজ অঙ্গনে ২০২৫ সালে যেমন প্রেম ও পরিণয়ের গল্প শোনা গেছে, তেমনি আলোচনায় এসেছে একাধিক তারকার বিচ্ছেদের খবরও। চলতি বছরে যেসব তারকা দাম্পত্য জীবনের ইতি টানার বিষয়ে জানা গেছে সেইসব খবর বাংলানিউজের পাঠকদের জন্য তুলে ধরা হলো।
জনপ্রিয় সংগীতশিল্পী হৃদয় খান ২০১৭ সালের ১০ সেপ্টেম্বর পারিবারিকভাবে হুমায়রার সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন তিনি। এটি ছিল তার তৃতীয় বিয়ে।
সাত বছরেরও বেশি সময় পর সেই সম্পর্কে ইতি টানেন এই সংগীতশিল্পী। চলতি বছরের ১৯ ফেব্রুয়ারি বিবাহবিচ্ছেদের খবর জানান তিনি।
দর্শকপ্রিয় কণ্ঠশিল্পী দিলশাদ নাহার কনা দীর্ঘ ছয় বছরের দাম্পত্য জীবনের অবসান ঘটিয়েছেন গত ১৬ জুন। গোলাম মোহাম্মাদ ইফতেখার গহিনের সঙ্গে বিবাহবিচ্ছেদ করেন তিনি।এ বিষয়ে নিজের ভেরিফায়েড ফেসবুক স্ট্যাটাসে কনা লিখেছিলেন, ছয় বছরের বিবাহিত জীবনের পর আমি এবং গোলাম মোহাম্মাদ ইফতেখার গহিন গত ১৬ জুন, ২০২৫ তারিখে আমাদের বিবাহবিচ্ছেদ সম্পন্ন করেছি।
গেল ১৪ ডিসেম্বর অভিনেতা রাশেদ মামুন অপু জানান, সংবাদ পাঠিকা মমরেনাজ মোমোর সঙ্গে ছয় বছর আগে বিচ্ছেদ হয়েছে তার। এত দিন দুজনের সিদ্ধান্তেই খবরটি গোপন রেখেছিলেন তারা। আবার দুজনে আলোচনা করেই বিচ্ছেদের খবরটি প্রকাশ করেছেন এ বছর।
২০ ডিসেম্বর জনপ্রিয় অভিনেত্রী আফসানা আরা বিন্দু জানান তার সংসার ভাঙার খবর। ২০১৭ সাল থেকে ব্যবসায়ী আসিফ সালাহউদ্দিন মালিক ও বিন্দু সেপারেশনে ছিলেন। ২০২২ সালে আলোচনার মাধ্যমেই বিবাহবিচ্ছেদের সিদ্ধান্ত নিয়েছেন তারা। কাছের মানুষেরা জানলেও মিডিয়ায় বিষয়টি প্রকাশ করেননি তারা।
যখন দরজায় কড়া নাড়ছে নতুন বছর সেই সময় অর্থাৎ ৩০ ডিসেম্বর সংগীতশিল্পী সালমার সঙ্গে বিচ্ছেদের খবর জানান সানাউল্লাহ নূরে সাগর।এরপর সালমা নিজেও জানিয়েছেন তার সংসার ভাঙার খবর। সালমা জানিয়েছেন, ২৯ নভেম্বর বিবাহবিচ্ছেদ হয়েছে তাদের।