দক্ষিণ ভারতের অভিনেতা ও রাজনীতিবিদ থালাপতি বিজয়। মালয়েশিয়ায় তার আসন্ন সিনেমা ‘জননায়গন’-এর অডিও অনুষ্ঠানের পর টিকিট বুকিং শুরু হয়েছে।
ইন্ডাস্ট্রি ট্র্যাকার স্যাকনিল্কের তথ্য অনুযায়ী, মুক্তির এখনো এক সপ্তাহ বাকি এবং কোনো অফিশিয়াল ট্রেলার না থাকলেও টিকিট কাউন্টারে অভাবনীয় সাড়া ফেলেছে রাজনৈতিক অ্যাকশন ঘরনার সিনেমাটি।
প্রাথমিক তথ্য অনুযায়ী, প্রিমিয়ার শোসহ উদ্বোধনী দিনের জন্য বিশ্বজুড়ে অগ্রিম বিক্রি থেকেই ১৫ কোটি রুপির ঘর ছুঁয়েছে সিনেমাটি।
ভারতের বাইরে বিদেশের বাজারে সিনেমাটি নিয়ে ব্যাপক আগ্রহ দেখা যাচ্ছে। শুধু অগ্রিম বুকিং থেকেই ‘জননায়গন’ বিদেশে ১১ থেকে ১২ কোটি রুপি আয় করেছে। উত্তর আমেরিকা, যুক্তরাজ্য ও অস্ট্রেলিয়া থেকে বড় অঙ্কের আয় এসেছে।
তবে ভারতে সিনেমাটি এ পর্যন্ত অগ্রিম বিক্রি থেকে সংগ্রহ করেছে মাত্র তিন কোটি রুপি।যদিও মনে রাখা দরকার, বর্তমানে কেবল কর্ণাটক ও কেরালাতেই টিকিট বুকিং চলছে।
ট্রেড ট্র্যাকার জানিয়েছে, তামিলনাড়ু ও ভারতের অন্যান্য গুরুত্বপূর্ণ অঞ্চলে বুকিং শুরু হলে বিক্রিতে বড়সড় উল্লম্ফন দেখা যাবে। কারণ, এই অঞ্চলগুলো সাধারণত বিজয়ের প্রথম দিনের আয়ে বড় ভূমিকা রাখে।
‘জননায়গন’ আলোচনায় থাকার বড় কারণ, রাজনীতিতে যোগ দেওয়ার আগে এটিই বিজয়ের শেষ সিনেমা।