‘মৃত্যুর আগপর্যন্ত ভালোবেসে যাব’ বিচ্ছেদের পর সালমা

‘মৃত্যুর আগপর্যন্ত ভালোবেসে যাব’ বিচ্ছেদের পর সালমা

সংগীতশিল্পী মৌসুমী আক্তার সালমার সঙ্গে মাস দুয়েক আগে বিবাহবিচ্ছেদ হয়েছে বলে জানিয়েছেন গায়িকার স্বামী সানাউল্লাহ নূর। প্রথম সংসারের বিচ্ছেদের সাড়ে তিন বছর পর ২০১৮ সালের শেষ দিনে পারিবারিক আয়োজনে আইনজীবী সানাউল্লাহ নূরেকে বিয়ে করেন এই গায়িকা। বিয়ের সাত বছরের মাথায় তাদের এই সংসারের বিচ্ছেদের খবর মঙ্গলবার ফেসবুক পোস্টে জানান সানাউল্লাহ। 

বিচ্ছেদ নিয়ে শুরুতে কিছু না বলতে চাইলেও বুধবার বলেন, ‘আমার জায়গা থেকে কিছুই হয়নি।

যা হয়েছে তিনি করেছেন। তাই কেন হলো, আমি কিছুই বলতে পারব না।’

সাবেককে শুভকামনা জানিয়ে সালমা বলেন, ‘তাকে ভালোবেসে ছিলাম, মৃত্যুর আগপর্যন্ত ভালোবেসে যাব। উনি আমার মেয়ের বাবা, তার প্রতি সম্মান সব সময় থাকবে আমার।তিনি ভালো থাকুক।’

এর আগে ফেসবুকে সানাউল্লাহ লেখেন, ‘কণ্ঠশিল্পী সালমার সঙ্গে আমার দাম্পত্য জীবনের ইতি টেনেছি। আমাদের মধ্যে বিচ্ছেদ হয়েছে। একান্তই পারস্পরিক মতের অমিল, চিন্তা এবং মানসিকতার দূরত্বই দুজনের আলাদা হয়ে যাওয়ার কারণ।

পারস্পরিক সম্মান ও মর্যাদাকে অক্ষুণ্ন রেখে আমাদের বৈবাহিক জীবনের সমাপ্তি ঘটালাম। আশা করছি, এই বিষয়টা নিয়ে নেতিবাচক মন্তব্য করা থেকে সবাই বিরত থাকবেন।’

পোস্টের শেষে তিনি লেখেন, ‘আমরা দুটি মানুষ আলাদা হলেও আমাদের একটি কন্যাসন্তান রয়েছে। সুতরাং আমার সন্তানের মাতা হিসেবে সালমা চিরজীবন আমার কাছে সম্মান, শ্রদ্ধা ও মর্যাদার জায়গায় অটুট থাকবেন। সর্বোপরি কণ্ঠশিল্পী সালমার প্রতি আমি চিরকৃতজ্ঞ!’

সংগীতবিষয়ক রিয়েলিটি শো ‘ক্লোজআপ ওয়ান- তোমাকেই খুঁজছে বাংলাদেশ’-এর দ্বিতীয় আসরের বিজয়ী সালমা।২০১১ সালে পারিবারিকভাবে তার প্রথম বিয়ে হয় দিনাজপুর- ৬ আসনের সাবেক সংসদ সদস্য শিবলী সাদিকের সঙ্গে। ২০১৬ সালে সেই সংসারে বিচ্ছেদ ঘটে। সেই সংসারে তাদের রয়েছে একমাত্র কন্যা স্নেহা। সালমা ও সাগরের সংসারেও একটি কন্যাসন্তান রয়েছে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023 EU BANGLA NEWS