রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে জানাজার নামাজ শেষে সাবেক প্রধানমন্ত্রী, গণতন্ত্রের আপসহীন নেত্রী এবং বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার কফিন জিয়া উদ্যানে নেওযা হয়েছে।
বুধবার (৩১ ডিসেম্বর) বেলা ৪টা ২০ মিনিটে জিয়া উদ্যোনে পৌঁছে খালেদা জিয়ার কফিন। রাষ্ট্রীয় প্রটোকলে তাকে সেখানে নেওয়া হয়।
খালেদা জিয়ার কফিনের সঙ্গে আছেন তার বড় সন্তান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমান ও তার স্ত্রী জুবাইদা রহমান, কন্যা জাইমা রহমানসহ খালেদা জিয়া পরিবারের সদস্য এবং রাজনৈতিক গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ।
জিয়া উদ্যানে খালেদা জিয়ার স্বামী শহীদ রাষ্ট্রপতি, বীর মুক্তিযোদ্ধা জিয়াউর রহমানের পাশে খালেদা জিয়াকে রাষ্ট্রীয় মর্যাদায় সমাহিত করা হবে।
দাফনকাজ নির্বিঘ্নে সম্পন্নের জন্য সেখানে নির্ধারিত ব্যক্তিরা ছাড়া আর কাউকে প্রবেশ করতে দেওয়া হবে না।
দাফনকাজ সম্পন্ন না হওয়া পর্যন্ত শেরেবাংলা নগরের জিয়া উদ্যানে জনসাধারণের চলাচল সীমিত রাখা হবে।
এর আগে বিকেল ৩টায় মানিক মিয়া অ্যাভিনিউয়ে অনুষ্ঠিত জানাজায় দেশের বিভিন্ন প্রান্ত থেকে লাখ লাখ মানুষ অংশ নেন।সেখানে তারেক রহমান তার মা খালেদা জিয়ার জন্য দোয়া চান।
জানাজায় প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস, প্রধান বিচারপতি প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী, খালেদা জিয়ার পুত্র বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ পরিবারের সদস্য, উপদেষ্টা পরিষদের সদস্য, রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ, বিভিন্ন রাষ্ট্র ও সরকারপ্রধানের প্রতিনিধি, বিদেশি অতিথি, বিভিন্ন রাজনৈতিক নেতা-কর্মী, আলেম-ওলামাসহ বিভিন্ন শ্রেণি-পেশার লাখ লাখ মানুষ অংশ নেন।
জাতীয় সংসদ ভবনের ভেতরের মাঠ, বাইরের অংশ, মানিক মিয়া অ্যাভিনিউ ছাড়িয়ে বিজয় সরণি, কারওয়ান বাজার, আগারগাঁও পর্যন্ত এলাকায় লাখ লাখ মানুষ এ জানাজায় অংশ নেন।
দীর্ঘদিন অসুস্থ থাকার পর গত মঙ্গলবার (৩০ ডিসেম্বর) ভোর ৬টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন।
(ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। এ সময় সদ্য দেশে ফেরা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ছেলে তারেক রহমান তার পাশে ছিলেন।