News Headline :
রাজশাহীতে বিক্ষোভ, নেতানিয়াহুর কুশপুতুলে আগুন জামালপুরে চেক প্রতারণার মামলায় বিএনপি নেতার কারাদণ্ড ফিলিস্তিন ইস্যুতে লুটপাট প্রতিবাদের ভাষা হতে পারে না: পররাষ্ট্র উপদেষ্টা রাশিয়ার ‘অ্যাটমস্কিলস চ্যাম্পিয়নশিপে’ ৫ বাংলাদেশি পুরস্কৃত গাজায় ইসরায়েলের গণহত্যার প্রতিবাদে গায়েবানা জানাজা গাজা-রাফায় ইসরায়েলি গণহত্যা বন্ধের দাবি যশোরের সাংবাদিকদের কুমিল্লায় কেএফসিতে ভাঙচুরের ঘটনায় গ্রেপ্তার ৪ ট্রাম্পের ঘোষণার পর ক্রিপ্টোবাজারেও অস্থিরতা, কমেছে বিটকয়েনের দাম ভিয়েতনাম থেকে এলো ১২ হাজার ৭০০ টন আতপ চাল মুন্সিগঞ্জে দু-এক মাসের মধ্যে মেডিকেল কলেজের কাজ শুরু হতে পারে: স্বরাষ্ট্র উপদেষ্টা
অ্যালেনের বিশ্বরেকর্ড, হারের হ্যাটট্রিক পাকিস্তানের

অ্যালেনের বিশ্বরেকর্ড, হারের হ্যাটট্রিক পাকিস্তানের

ফিন অ্যালেন নামটা বহুদিন হয়তো তাড়িয়ে বেড়াবে পাকিস্তানি বোলারদের। কারণ সিরিজের তিন ম্যাচেই সফরকারী দলের বোলারদের ওপর তাণ্ডব চালিয়েছেন এই কিউই ব্যাটার।এবার তো গড়ে ফেললেন বিশ্বরেকর্ডও। আর তাতে ভর করে টানা তিন জয়ের পাশাপাশি সিরিজ ঘরে তুলেছে নিউজিল্যান্ড।

ডানেডিনে সিরিজের তৃতীয় টি-টোয়েন্টিতে পাকিস্তানকে ৪৫ রানে হারিয়েছে স্বাগতিকরা। আগে ব্যাট করে অ্যালেনের বিধ্বংসী সেঞ্চুরিতে ২২৫ রানের বিশাল সংগ্রহ গড়ে নিউজিল্যান্ড। জবাবে বাবর আজমের টানা তৃতীয় ফিফটির পরও ১৭৯ তুলে ৪৫ রানে হেরেছে পাকিস্তান।

অ্যালেন-ঝড়ের কবলে প্রথম ম্যাচেই পড়েছিল পাকিস্তান। মাত্র ১৫ বলে ৩৪ রানের ইনিংস খেলে পাকিস্তানি বোলারদের ছন্নছাড়া করে দেন তিনি। দ্বিতীয় ম্যাচে ৪১ বলে করেন ৭৪ রান। আজ তার ব্যাট থেকে এসেছে ৬২ বলে ১৩৭ রানের ঝোড়ো ইনিংস। ছক্কাই হাঁকিয়েছেন ১৬টি! 

আন্তর্জাতিক টি-টোয়েন্টি সবচেয়ে বেশি ছক্কার রেকর্ড এতদিন ছিল হজরতউল্লাহ জাজাইয়ের দখলে। ২০১৯ সালে দেরাদুনে আয়ারল্যান্ডের বিপক্ষে ১৬২ রানের ইনিংস খেলার পথে ১৬টি ছক্কা হাঁকান তিনি। তার রেকর্ডে এবার ভাগ বসালেন অ্যালেন।  

অ্যালেনের ১৩৭ রান আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে নিউজিল্যান্ডের ব্যক্তিগত সর্বোচ্চ। এই কিউই ব্যাটার ভেঙেছেন এক যুগেরও আগে গড়া ব্র্যান্ডন ম্যাককালামের রেকর্ড। ২০১২ বিশ্বকাপে শ্রীলঙ্কার পাল্লেকেলেতে বাংলাদেশের বিপক্ষে ৫৮ বলে ১২৩ রান করেছিলেন সাবেক কিউই অধিনায়ক ম্যাককালাম।

এখানেই শেষ নয় অ্যালেনের কীর্তি। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে তার ইনিংসটি পঞ্চম সর্বোচ্চ। পাকিস্তানের বিপক্ষেও এক ম্যাচে এত রান এর আগে কোনো ব্যাটার করতে পারেননি। গত এপ্রিলে রাওয়ালপিন্ডিতে মার্ক চ্যাপম্যানের ৫২ বলে ১০৪ ছিল আগের সর্বোচ্চ।  

অ্যালেন-ঝড়ের পরই পাকিস্তান ম্যাচ থেকে প্রায় ছিটকে যায়। কারণ ২০৮ রানের বেশি রান তাড়া করে জয়ের রেকর্ড নেই পাকিস্তানের। ২০২১ সালে করাচিতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে এই রান তাড়া করে জিতেছিল তারা। রেকর্ড গড়ার লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে ভালো করতে পারেনি পাকিস্তানের টপ অর্ডার।

বলের সঙ্গে পাল্লা দিয়ে রান তুলতে না পারার পাশাপাশি শুরুর দিকেই উইকেট হারানোয় চাপে পড়ে যায় পাকিস্তান। ওপেনার সাইম আইয়ুব ফিরেছেন ১৩ বলে ১০ রান করে। এরপর বাবর আজম ও মোহাম্মদ রিজওয়ান মিলে ৩৯ রানের জুটি গড়লেও বল খেলে ফেলেন ২৮টি।  

এরপর চারে নামা ফখর জামান ১০ বলে ১৯ রান করে বিদায় নিলে কার্যত শেষ হয়ে যায় পাকিস্তানের আশা। যদিও বাবর আজ ৩৭ বলে ৫৮ রান করেছেন। কিন্তু ব্যর্থ হয়েছেন আজম খান, ইফতিখার আহমেদরা। ফলে শেষ পর্যন্ত হার নিয়েই মাঠ ছাড়ে পাকিস্তান।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023 EU BANGLA NEWS