যত দ্রুত সম্ভব ক্রিকেট বোর্ড ছেড়ে দেব: পাপন

যত দ্রুত সম্ভব ক্রিকেট বোর্ড ছেড়ে দেব: পাপন

প্রায় এক যুগ ধরে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপন। ক্রিকেটের সুখ-দুঃখে সবসময়ই পাশে দেখা গেছে তাকে।তবে একই সঙ্গে পাপন ছিলেন আরও কয়েকটি প্রতিষ্ঠানের দায়িত্বে। রাজনীতির মাঠেও পরিচিত মুখ তিনি।  

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনেও সংসদ সদস্য নির্বাচিত হন তিনি। আওয়ামী লীগ সরকারের পঞ্চম মেয়াদে মন্ত্রী হয়েছেন পাপন। এখন কি তিনি বিসিবি সভাপতির দায়িত্বে থাকবেন? এমন প্রশ্ন করা হয়েছিল পাপনকেই। বঙ্গভবনে মন্ত্রীদের শপথ অনুষ্ঠানে এর উত্তর দিয়েছেন পাপন।

তিনি বলেন, ‘আইসিসির এখন কতগুলো নিয়ম আছে, ইচ্ছে করলেই ছেড়ে দেওয়া যায় না। কারণ আইসিসির যে কমিটিগুলোতে আমি আছি, আমি আবার চেয়ারম্যানও আছি। ওই দায়িত্বগুলো ওদের টার্ম শেষ হওয়ার আগে করা যায় না। আমার জানা মতে এ বছরের শেষে এসে একটি। ’

‘আর আমাদের স্বাভাবিক নিয়ম হচ্ছে যে আমার এই মেয়াদ শেষ করতে হবে, তাহলে আমার সামনের বছরে যেতে হবে। আমি চেষ্টা করবো যত তাড়াতাড়ি সম্ভব যদি পারি তাহলে ছেড়ে দেবো। ’

ক্রিকেট ছাড়তে পারবেন কি না এমন প্রশ্নের জবাবে পাপন বলেন, ‘ক্রিকেট বোর্ডের সভাপতির দায়িত্ব ছাড়বো। ক্রিকেট কোনোদিন ভুলার জিনিস না। এটা তো ছাড়তে পারবোই না। সভাপতি না থাকি বা পরিচালক না থাকলেও ক্রিকেট নিয়েই থাকবো। এটা থেকে বের হওয়ার কোনো পথ নেই। ’

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023 EU BANGLA NEWS