২০২৩ সালে ১২০ জঙ্গিকে গ্রেপ্তার করেছে র‌্যাব

২০২৩ সালে ১২০ জঙ্গিকে গ্রেপ্তার করেছে র‌্যাব

র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন বলেছেন, গত ২০২৩ সাল দেশের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ দেশি ও বিদেশি অস্ত্র, গোলাবারুদ এবং বিভিন্ন ধরনের উগ্রবাদী বই ও লিফলেট উদ্ধারসহ ১২০ জন জঙ্গি সদস্যকে গ্রেপ্তার করেছে র্যাব।  

মঙ্গলবার (৯ জানুয়ারি) সন্ধ্যায় এসব তথ্য জানান তিনি।

তিনি বলেন, ২০২৩ সালে ১২০ জন জঙ্গি সদস্যকে গ্রেপ্তার করেছে র্যাব। একই সঙ্গে জঙ্গি আত্মসমর্পণে বিশেষ উদ্যোগ ‘র্যাব ডি রেডিক্যালাইজেশন ও রিহ্যাবিলিটেশন’ কর্মপরিকল্পনা নেয়। এতে নয় জঙ্গি সদস্য র্যাবের কাছে আত্মসমর্পণ করেছে।  

শুধুমাত্র অভিযান নয়, জঙ্গিবাদবিরোধী জনমত গড়তে ও জনসম্পৃক্ততা অর্জনে র‌্যাব ব্যাপক প্রচার-প্রচারণা করেছে। পাশাপাশি জঙ্গিদের অর্থের উৎস এবং অস্ত্র ও বিস্ফোরক প্রাপ্তি বন্ধ করতেও র‌্যাবের কার্যক্রম চলমান রয়েছে বলেও জানান তিনি।  

তিনি বলেন, জঙ্গিবিরোধী কার্যক্রম অব্যাহত রাখায় বাংলাদেশ আজ বিশ্বের বুকে রোল মডেল। প্রতিষ্ঠা থেকে এ পর্যন্ত বিভিন্ন জঙ্গি সংগঠনের দুই হাজার ৯৯৯ জন সদস্যকে র‌্যাব গ্রেপ্তার করেছে।  

জঙ্গিদের বিরুদ্ধে নজরদারি ও অভিযান অব্যাহত থাকবে বলেও জানান খন্দকার আল মঈন।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023 EU BANGLA NEWS