র‌্যাংকিংয়ে শরিফুল-মোস্তাফিজের উন্নতি

র‌্যাংকিংয়ে শরিফুল-মোস্তাফিজের উন্নতি

নিউজিল্যান্ড সিরিজে বল হাতে দুর্দান্ত ছিলেন শরিফুল ইসলাম। দারুণ এই পারফরম্যান্সে র‌্যাংকিংয়েও উন্নতি হয়েছে তারা।টি-টোয়েন্টি ফরম্যাটের এই সিরিজে ভালো পারফর্ম করে এগিয়েছেন মোস্তাফিজুর রহমানও।  

আজ র‌্যাংকিংয়ের সাপ্তাহিক হালনাগাদ প্রকাশ করেছে আইসিসি। নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ৬ উইকেট তুলে নিয়ে বোলারদের র‌্যাংকিংয়ে ৩২ ধাপ এগিয়েছেন শরিফুল। ৪৬২ রেটিং পয়েন্ট নিয়ে ৫৬ নম্বরে রয়েছেন তিনি। ভালো বোলিং করা মোস্তাফিজ ৫ ধাপ এগিয়ে উঠে এসেছেন ২২ নম্বরে। একই সিরিজে স্বাগতিকদের হয়ে দারুণ বোলিং করে ৮ ধাপ এগিয়ে অষ্টম স্থানে উঠে এসেছেন মিচেল স্যান্টনার।  

সংক্ষিপ্ত এই সংস্করণের ব্যাটিংয়ে বরাবরের মতোই শীর্ষে আছেন ভারতের সুর্যকুমার যাদব। তার রেটিং পয়েন্ট ৮৮৭। অলরাউন্ডারদের মধ্যে শীর্ষে থাকা সাকিবের রেটিং পয়েন্ট ২৫৬।  

টেস্ট ব্যাটিং র‌্যাংকিংয়ে ৪ ধাপ এগিয়ে ৯ নম্বরে উঠে এসেছেন বিরাট কোহলি। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সেঞ্চুরিয়নে ব্যাট হাতে দুই ইনিংসে ৩৮ ও ৭৬ রানের ইনিংস খেলে এই অবস্থানে এসেছেন তিনি। একই ম্যাচে ১৮৫ রানের ইনিংস খেলা ডিন এলগার ১৯ ধাপ এগিয়ে উঠেছেন ১৭ নম্বরে। বক্সিং ডে টেস্টে দারুণ ব্যাটিং করে ১৬ ধাপ এগিয়ে ৫২তম অবস্থানে মিচেল মার্শ। এছাড়া একই ম্যাচে ত্রিশ ছাড়ানো দুটি ইনিংস খেলে ৪ ধাপ এগিয়ে ২৭ নম্বরে উঠেছেন মোহাম্মদ রিজওয়ান।  

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023 EU BANGLA NEWS