মৌসুমটা ভালোভাবেই শুরু করেছে পুরান ঢাকার ক্লাব রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস অ্যান্ড সোসাইটি। স্বাধীনতা কাপের শুরুর দিকে দল ছেড়ে গেছেন কামাল বাবু।তার পর লিগে হেড কোচ ছাড়াই খেলছে দলটি।
তা সত্ত্বেও আবাহনী লিমিটেডকে রুখে দেন সুশান্ত ত্রিপুরা-নুরুল নাইম ফয়সালরা। এবার ঐতিহ্যবাহী ক্লাবটির দায়িত্ব নিলেন সাবেক গোলকিপার জাহিদুর রহমান মিলন।
বাংলাদেশ চ্যাম্পিয়নশিপ লিগে ফর্টিস এফসির পর ব্রাদার্স ইউনিয়নকে চ্যাম্পিয়ন করেছিলেন জাহিদুর রহমান মিলন। এবার রহমতগঞ্জকে প্রিমিয়ার লিগে ওপরের দিকে নেওয়ার লক্ষ্য তার।
দেড় যুগ আগে শেখ রাসেল ক্রীড়াচক্রে প্রয়াত ওয়াজেদ গাজীর সহকারী হয়ে কোচিং শুরু করেছিলেন মিলন। সময় গড়ানোর সঙ্গে সঙ্গে আরামবাগ, ফেনী সকার, নবাবপুর ক্রীড়া চক্রের হয়ে ডাগ আউটে দাঁড়ানোর অভিজ্ঞতাও হয়েছে।
ফেনী সকারকে একবার প্রিমিয়ার লিগে শীর্ষ চারে নিয়ে যাওয়ার রেকর্ডও আছে মিলনের। এছাড়া ফর্টিস ও ব্রাদার্সকে প্রিমিয়ার লিগকে তুলেছেন শীর্ষ লিগে।