১৫ ম্যাচ পরই বরখাস্ত হলেন রুনি

১৫ ম্যাচ পরই বরখাস্ত হলেন রুনি

১৫ ম্যাচের ভেতর ৯টিতেই হার। আর তাতেই কপাল পুড়ল ওয়েইন রুনির।কোচ হিসেবে বার্মিংহাম সিটির দায়িত্ব নেওয়ার ৮৩ দিনের মাথায় চাকরি হারালেন সাবেক এই ইংলিশ ফরোয়ার্ড।

চাকরি হারানোর ধাক্কাটা বেশ জোরেসরেই লেগেছে রুনির কাছে। প্রতিক্রিয়ায় তিনি বলেন, ‘আমি টম ওয়েঙ্গার, টম বার্ডি এবং গ্যারি কুককে (ক্লাবের শীর্ষ কর্মকর্তা) বার্মিংহামের কোচ হওয়ার সুযোগ দেওয়ার জন্য ধন্যবাদ জানাতে চাই। ক্লাবে স্বল্প সময়ে দায়িত্ব পালনকালে তাঁরা আমাকে সর্বোচ্চ সহযোগিতা করেছেন। ’

‘একজন ম্যানেজারের জন্য সবচেয়ে প্রয়োজনীয় জিনিস হলো সময়। আমি বিশ্বাস করি না যে, প্রয়োজনীয় পরিবর্তনগুলোর তদারকি করার জন্য ১৩ সপ্তাহ সময় যথেষ্ট ছিল। ব্যক্তিগতভাবে এই ধাক্কা কাটিয়ে উঠতে আমার কিছুটা সময় লাগবে। খেলোয়াড় হোক বা ম্যানেজার- ১৬ বছর বয়স থেকে আমি পেশাদার ফুটবলের সঙ্গে জড়িত। ম্যানেজার হিসেবে পরবর্তী সুযোগের প্রস্তুতির জন্য এখন আমি আমার পরিবারকে সময় দেওয়ার পরিকল্পনা করেছি। ’

রুনি দায়িত্ব নেওয়ার আগে ইংলিশ চ্যাম্পিয়নশিপে বার্মিংহামের অবস্থান ছিল ছয়ে। তা সত্ত্বেও তখনকার কোচ ইউসটাসকে ছাঁটাই করে তারা। কিন্তু লিডস ইউনাইটেডের কাছে গতকাল ৩-০ গোলের হারের পর পয়েন্ট টেবিলের ২০-এ নেমে যায় ক্লাবটি। এমন দুরবস্থার কারণে সমর্থকদের তোপের মুখে পড়েন রুনি। দিনশেষে অল্পসময়েই ছাঁটাই হতে হলো তাকে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023 EU BANGLA NEWS