বাংলাদেশের ক্রিকেটে এখন নতুন দিনের গান। সিনিয়র ক্রিকেটারদের বেশির ভাগই নেই দলের সঙ্গে।তাদের ছাড়াই নিউজিল্যান্ডকে তিন ফরম্যাটে হারিয়েছে বাংলাদেশ। এর মধ্যে আছে কিউইদের মাটিতে তাদের বিপক্ষে প্রথমবারের মতো ওয়ানডে ও টি-টোয়েন্টি জয়।
এমন কিছুর পর দেশের মানুষের স্বপ্নটাও বড় হচ্ছে। সাকিব আল হাসান, তামিম ইকবালদের ছাড়াই ভবিষ্যতে দারুণ কিছু করবে; এমন ভাবনা সবার। তবে দলের তরুণ ক্রিকেটার তাওহীদ হৃদয় মনে করিয়ে দিয়েছেন সিনিয়রদের অবদানের কথা।
শনিবার নিউজিল্যান্ডে সাংবাদিকদের তিনি বলেন, ‘আমাদের বড় ভাই যারা ছিলেন তারা আমাদের দেশের জন্য অনেক কন্ট্রিবিউট করেছেন। সব কিছু ঠিক থাকলে তাদের মধ্য থেকে কয়েকজন এখানে খেলত। তাদের ব্যাপারে আসলে আমি কিছু বলব না। এটা এমন একটা জায়গা, সবাই সবসময় থাকবে না। এখন আমরা আছি, একসময় আমরা থাকব না এটাই স্বাভাবিক। ’
‘জাতীয় দলের হয়ে যখন যে খেলোয়াড়ই খেলতে নামুক চেষ্টা করে দেশকে দেওয়ার এবং দায়িত্ব নেওয়ার। খেলোয়াড়রা জেতার জন্যই মাঠে নামি। কে আছে কে নেই এত কিছু দেখি না। আমাদের মধ্যে ও বডি ল্যাঙ্গুয়েজই থাকে যেন জিততে পারি। আমাদের সবার বিশ্বাস আছে ভালো করব। ’
এবার নিউজিল্যান্ড সিরিজটা দুর্দান্ত কাটে। তৃতীয় ওয়ানডে জয় দিয়ে এই ফরম্যাটের সিরিজ শেষ হয়। এরপর প্রথম টি-টোয়েন্টিতেও নিউজিল্যান্ডকে হারিয়ে দেয় বাংলাদেশ। দ্বিতীয় টি-টোয়েন্টিও বৃষ্টিতে ভেসে যাওয়ার আগে অবধি দারুণ লড়াই করছিল দল।
হৃদয় বলেন, ‘দলের পরিবেশ ভালো আলহামদুলিল্লাহ। দল ভালো করলে দলের সব কিছুই ভালো থাকে, এটাই স্বাভাবিক। সবচেয়ে ভালো জিনিস হলো সবাই সবাইকে সমর্থন করছি। কোচ থেকে শুরু করে সবার এই বিশ্বাস আছে যে আমরা পারব। গত কিছু দিন এই ফরম্যাটে ভালোও করছি। ’