একটা হারও বড় পার্থক্য গড়ে দিতে পারে : অস্কার

একটা হারও বড় পার্থক্য গড়ে দিতে পারে : অস্কার

দেশের ফুটবলে পা রাখার পর থেকেই একের পর এক ইতিহাস গড়ে চলছে বসুন্ধরা কিংস। প্রথম ক্লাব হিসেবে টানা চারটি লিগ শিরোপা জিতে নিজেদের নিয়ে গেছে অন্য উচ্চতায়।দেশের গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিক অঙ্গনেও সাফল্যের ছাপ রেখেছে কিংস। আগামীকাল থেকে শুরু হবে তাদের পঞ্চম শিরোপার মিশন। টানা পঞ্চম শিরোপার পথে সাবধানী বসুন্ধরার কোচ অস্কার ব্রুজন। একটা ম্যাচের ফলাফলও বড় পার্থক্য গড়ে দিতে পারে বলে মনে করেন তিনি।

শিরোপা দিয়েই ঘরোয়া ফুটবলের নতুন মৌসুম শুরু করেছে কিংস। মোহামেডানকে হারিয়ে স্বাধীনতা কাপের চ্যাম্পিয়ন হয়েছে তারা। আগামীকাল থেকে শুরু বাংলাদেশ প্রিমিয়ার লিগের নতুন মৌসুম শুরু হবে।

পঞ্চম শিরোপার মিশনে মৌসুমের শুরু থেকেই নিজেদের মেলে ধরতে চান কিংসের কোচ। নিজেদের খেলার ধরন ধরে রেখেই ম্যাচ বাই ম্যাচ পরিকল্পনা করে আগাতে চান তিনি। অস্কার বলেন, ‘আমাদের একটি নিজস্ব খেলার ধরন রয়েছে। আগ্রাসী খেলার ধরন ধরে রাখতে চাই। প্রতিযোগিতা, প্রতিপক্ষ, পরিবেশ ভেদে আমারদের পরিকল্পনা ভিন্ন হবে। আমরা নিজেদের ধারাবাহিকতা ধরে রেখে এগিয়ে যেতে চাই। ’

‘ প্রতিদিনই আমরা নিজদের উন্নতির জন্য কাজ করছি। মৌসুমজুড়ে নিজেদের উন্নতির ধারাবাহিকতা ধরে রেখে সর্বোচ্চ সংখ্যক শিরোপা জয় করতে চাই। ’ 

এক মাত্র কোচ হিসেবে বাংলাদেশের একই ক্লাবের হয়ে টানা চার শিরোপা জয় করেছেন অস্কার ব্রুজনও। তবে এসব নিয়ে ভাবছেন না কোচ। তার ভাবনায় এখন শুধুই আগামী মৌসুম। তিনি বলেন, ‘অতীত এখন ইতিহাস। আমাদের ভাবনা জুড়ে নতুন মৌসুম। সামনে কঠিন একটি মৌসুম অপেক্ষা করছে। ’

‘আবাহনী, পুলিশ, শেখ জামাল এবং মোহামেডানের মতো দলগুলোও মৌসুমের শিরোপা লড়াইয়ের জন্য নিজেদের প্রস্তুত করেছে। তারা নতুন করে শক্তিশালী স্কোয়াড গড়েছে। লড়াইটা সহজ হবে না। ’

লিগে ১০টি দল অংশ নিচ্ছে। প্রতিটি দল ১৮ টি করে ম্যাচ খেলবে। কম ম্যাচ হওয়ায় প্রতিটি ম্যাচই গুরুত্বপূর্ণ বলে মনে করেন অস্কার। তিনি বলেন, ‘এটি ১০ টি দলের একটি ছোট ফরম্যাট লিগ, শুধুমাত্র ১৮টি ম্যাচ। যেকোনও কিছুই ঘটতে পারে কারণ একটি খারাপ ফলাফল শিরোপার দৌড়ে প্রভাব ফেলবে। ’

আগামীকাল বসুন্ধরা কিংসের প্রতিপক্ষ ব্রাদার্স ইউনিয়ন। বিকেল চারটায় ঘরের মাঠ বসুন্ধরা কিংস অ্যারেনায় মুখোমুখি হবে লড়বে তারা। জয় দিয়ে নতুন মৌসুম শুরু করতে চান অস্কার ব্রুজন।

বাংলাদেশ সময়: ২০৩১ ঘণ্টা, ডিসেম্বর ২১, ২০২৩
এআর/এএইচএস

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023 EU BANGLA NEWS