বিসিএলে খেলবেন এশিয়া কাপ জেতা যুবারা

বিসিএলে খেলবেন এশিয়া কাপ জেতা যুবারা

এশিয়া কাপ জেতার স্বস্তি নিয়ে একদিন আগেই দেশে ফিরেছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। এবার জানা গেল তাদের নতুন ব্যস্ততা।বাংলাদেশ ক্রিকেট লিগের ওয়ানডে সংস্করণে খেলবেন তারা। মঙ্গলবার টুর্নামেন্টের চার দলের স্কোয়াড ও সূচি ঘোষণা করে বিসিবি।

যুব এশিয়া কাপজয়ী অধিনায়ক মাহফুজুর রহমান রাব্বির পাশাপাশি বিসিএলের ওয়ানডে সংস্করণে আছেন আরও বেশ কয়েকজন এশিয়া কাপজয়ী ক্রিকেটার। তারা হলেন- জিসান আলম, আশিকুর রহমান শিবলী, আরিফুল ইসলাম, ওয়াসি সিদ্দিকী ও চৌধুরী মোহাম্মদ রিজওয়ান। তবে এই টুর্নামেন্টে কোনো পেসারের জায়গা হয়নি।

কক্সবাজারের শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ২৪ ডিসেম্বর শুরু হবে বিসিএলের ওয়ানডে সংস্করণে। লিগ পর্বের তিন ম্যাচের সবগুলো আয়োজিত হবে সেখানে। লিগপর্বের বাকি দুই ম্যাচ অনুষ্ঠিত হবে আগামী ২৬ ও ২৮ ডিসেম্বর। ম্যাচগুলো হবে দিনে। তবে আগামী ৩০ ডিসেম্বরের মিরপুরে ফাইনাল অনুষ্ঠিত হবে ফ্লাডলাইটের আলোয়।  

১১তম বিসিএলের দলগুলো

দক্ষিণাঞ্চল

প্রান্তিক নওরোজ নাবিল, মোহাম্মদ মিথুন, ফজলে মাহমুদ রাব্বি, মার্শাল আইয়ুব, নুরুল হাসান, মোসাদ্দেক হোসেন, আরিফুর রহমান শিবলী, সোহাগ গাজী, কামরুল ইসলাম রাব্বি, মুকিদুল ইসলাম মুগ্ধ, হাসান মুরাদ, ওয়াসি সিদ্দিক, মঈন খান, সুমন খান।  

মধ্যাঞ্চল

মোহাম্মদ নাঈম, জিশান আলম, সাদমান ইসলাম, সাইফ হাসান, আরিফুল ইসলাম, শুভাগত হোম, মাহিদুল ইসলাম অঙ্কন, মাহফিজুর রহমান বাব্বি, আবু হায়দার, এনামুল হক, রিপন মণ্ডল, আব্দুল মাজিদ, মেহেদী হাসান রানা, জাহিদুল হক জাহিদ
    
পশ্চিমাঞ্চল

পারভেজ হোসেন ইমন, মাহমুদুল হাসান জয়, জাকির হাসান, শাহাদাৎ হোসেন, ইয়াসির আলি, ইরফান শুক্কুর, সৈকত আলি, নাঈম হাসান, নাসুম আহমেদ, ইরফান হোসেন, রেজাউর রহমান রাজা, খালেদ আহমেদ, মুমিনুল হক, মেহেদী হাসান সোহাগ।
                
উত্তরাঞ্চল

চৌধুরী মোহাম্মদ রিজওয়ান,  আব্দুল্লাহ আল মামুন, প্রিতম কুমার, সাব্বির রহমান, অমিত হাসান, আকবর আলি, তাইজুল ইসলাম, নাহিদুল ইসলাম, নাহিদ রানা, ইয়াসিন আরাফাত, শাহিদুল ইসলাম, আমিনুল ইসলাম, তাইবুর রহমান, হাবিবুর রহমান।  

বাংলাদেশ সময়: ১৮২৪ ঘণ্টা, ডিসেম্বর ১৯, ২০২৩
এমএইচবি/এমএইচএম

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023 EU BANGLA NEWS