বিশ্বকাপের সমাপনী অনুষ্ঠানে পারফর্ম করবেন যারা 

বিশ্বকাপের সমাপনী অনুষ্ঠানে পারফর্ম করবেন যারা 

চলমান ওয়ানডে বিশ্বকাপের শেষের ঘণ্টা বেজে গেছে। প্রায় দেড় মাসের আসরের পর্দা নামবে আগামীকাল। রোববার (১৯ নভেম্বর) ওই ফাইনালে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া মুখোমুখি হবে স্বাগতিক ভারতের।

মেগা এই আসরের পর্দা নামার আগে হবে বিশ্বকাপের সমাপনী অনুষ্ঠান। ১ লাখ ৩০ হাজার দর্শক ধারণক্ষমতার আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে সুরের ঝংকার তুলবেন ভারতের বেশ ক’জন জনপ্রিয় শিল্পী।

ভারতীয় সংবাদমাধ্যম জানিয়েছে, দেশটির সংগীত শিল্পী ও সুরকার প্রীতম গান গাইবেন। তার সঙ্গে থাকবেন ইন্দো-কানাডিয়ান সিঙ্গার জোনিতা গান্ধী। যিনি হিন্দি, তালিক ও মালয়ালম ভাষার জনপ্রিয় কিছু গানে কণ্ঠ দিয়েছেন।

এ ছাড়া ‘বুলেয়া’ খ্যাত সিঙ্গার অমিত মিশ্রা গান পরিবেশন করবেন। ২০১০ এর ইন্ডিয়ান আইডল খ্যাত শ্রীরামা চন্দ গানে কণ্ঠ দেবেন। ফ্যান সিনেমার ‘জাব্রা ফ্যান’ ও আর… রাজকুমার সিনেমার ‘সারি কে ফল সা’ খ্যাত গায়ক নাকাশ আজিজের গান থাকবে।

এছাড়া বিশ্বকাপের থিম সং ‘দিল জাসন বলে’ গানে কণ্ঠ দেওয়া চরণ থাকবেন বিশ্বকাপের সমাপনী মঞ্চে। ‘খিচ মেরি ফটো’ কিংবা ‘সানাম তেরি কাসাম’-এর মতো জনপ্রিয় গানে কণ্ঠ দেওয়া আকাশও থাকবেন সমাপনী অনুষ্ঠানে।

বিশ্বকাপে নিজেদের যোগ্যতা দিয়েই ফাইনালে উঠেছে দুটি দল। ভারত একমাত্র দল যারা এখন পর্যন্ত বিশ্বকাপে হারের মুখ দেখেনি। টানা ১০ ম্যাচ জিতে অপরাজিত চ্যাম্পিয়ন হওয়ার পথে এক ধাপ দূরে রয়েছে তারা।

অন্যদিকে অস্ট্রেলিয়া বিশ্বকাপে নিজেদের প্রথম দুই ম্যাচে হারলেও পরে দুর্দান্তভাবে ঘুরে দাঁড়িয়ে এখন ফাইনালে অবস্থান করছে। যে ম্যাচে অস্ট্রেলিয়ার লক্ষ্য হেক্সা মিশন কমপ্লিট করা।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023 EU BANGLA NEWS