আইপিএল না খেলায় ক্ষতিপূরণ পেলেন সাকিব-তাসকিন-লিটন

আইপিএল না খেলায় ক্ষতিপূরণ পেলেন সাকিব-তাসকিন-লিটন

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) গত আসরে প্রথমবারের মতো খেলার প্রস্তাব পেয়েছিলেন তাসকিন আহমেদ। তবে দেশের খেলা বিবেচনায় সেই প্রস্তাব ফিরিয়ে দেন তিনি।

এদিকে আন্তর্জাতিক সূচি ও পারিবারিক কারণ দেখিয়ে আইপিএলের চলতি বছরের আসর থেকে নাম প্রত্যাহার করেন সাকিব আল হাসান। এ ছাড়া আন্তর্জাতিক ব্যস্ত সূচির কারণে বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টের মাঝপথ থেকে দেশে ফিরেছিলেন লিটন দাস।

এসব বিষয় বিবেচনায় তাদের আর্থিক সম্মাননা দেওয়ার কথা জানিয়েছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বিসিবির সবশেষ বোর্ড সভায়ও এই সিদ্ধান্ত হয়। এবার তাদের তিনজনের জন্য ৭০ লাখ ৫১ হাজার ২৮২ টাকা বরাদ্দ করা হয়েছে।

বরাদ্দকৃত অর্থ অবশ্য ইতোমধ্যেই ক্রিকেটারদের বুঝিয়ে দিয়েছে বোর্ড। বিষয়টি নিশ্চিত করেছেন, বিসিবির ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস।

তার (জালাল) ভাষ্যমতে, ওরা তো আইপিএল খেলেনি বা মাঝপথে ফিরে এসেছে। তাই আমরা আর্থিক অনুদান দেওয়ার কথা ভেবেছিলাম। তাদের সেটা দিয়ে দেওয়া হয়েছে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023 EU BANGLA NEWS