চলমান ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ২২তম ম্যাচে মুখোমুখি হয়েছিলো কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে অভিষেক হয় শচীন টেন্ডুলকারের ছেলে অর্জুন টেন্ডুলকারের।
মুম্বাইয়ে হয়ে অভিষেক ম্যাচে ২ ওভারে ১৭ রান দিয়ে উইকেটশূন্য ছিলেন অর্জুন। মঙ্গলবার (১৮ এপ্রিল) সানরাইজার্স হায়দারাবাদের বিপক্ষে নিজের দ্বিতীয় ম্যাচ খেলতে নেমে প্রথম উইকেটের দেখা পান অর্জুন। ২ ওভার ৫ বল করে ১৮ রানে ১ উইকেট নেন অর্জুন। ১৪ রানে ম্যাচ জিতে মুম্বাই। আইপিএলে অর্জুনের প্রথম উইকেট শিকারে উচ্ছ্বসিত বাবা টেন্ডুলকার।
আইপিএলের ইতিহাসে ৭৮ ম্যাচ খেলে ১টি উইকেটও শিকার করতে পারেননি টেস্ট ও ওয়ানডের সর্বোচ্চ রানের মালিক টেন্ডুলকার। অর্জুনের প্রথম উইকেট নিয়ে টুইটারে টেন্ডুলকার লিখেছেন, ‘আরও একবার মুম্বাই ইন্ডিয়ান্সের দুর্দান্ত অলরাউন্ড পারফরমেন্স। ক্যামেরন গ্রিন ব্যাটে-বলে ছিলেন দারুণ, ইশান ও তিলকের ব্যাটিং ভালো ছিলো। প্রতিদিনই আইপিএল আরও বেশি উত্তেজনাপূর্ণ হয়ে উঠছে। গ্রেট গোয়িং বয়েজ!’ এবং অবশেষে একজন টেন্ডুলকার আইপিএলে একটি উইকেট পেল!’