নেপালের পোখারায় ৩১ জানুয়ারি শুরু হতে যাওয়া সাফ অনূর্ধ্ব-১৯ নারী চ্যাম্পিয়নশিপ সামনে রেখে ভ্রমণ বিড়ম্বনায় পড়েছে বাংলাদেশ দল। গতকাল কাঠমান্ডু পৌঁছানোর পর আজ সকালে পোখরার উদ্দেশে রওনা দেওয়ার কথা ছিল কোচ পিটার বাটলারের শিষ্যদের।
নেপাল সময় সকাল ৭টা ৩০ মিনিটে কাঠমান্ডু থেকে পোখরার উদ্দেশে বুদ্ধা এয়ারলাইনসের ফ্লাইটে ওঠার কথা থাকলেও বৈরী আবহাওয়ার কারণে নির্ধারিত সময়ে ফ্লাইটটি পরিচালনা করা সম্ভব হয়নি। এতে বাংলাদেশ দলের ফ্লাইট প্রায় পাঁচ ঘণ্টা বিলম্বিত হয়।
দীর্ঘ অপেক্ষার পর ফ্লাইটটি দুপুর ১টা ৩০ মিনিটে পোখরায় পৌঁছায়।
সকালে ফ্লাইট থাকায় বাংলাদেশ দল ভোরেই হোটেল ত্যাগ করে। এরপর বিমানবন্দরে দীর্ঘ সময় অপেক্ষা এবং যাত্রা বিলম্বের কারণে ফুটবলারদের মধ্যে ক্লান্তি দেখা দেয়। খেলোয়াড়দের শারীরিক অবস্থা ও রিকভারি বিবেচনায় আজকের অনুশীলন বাতিলের সিদ্ধান্ত নেন কোচ বাটলার।
টুর্নামেন্টে বাংলাদেশ আগামী পরশু ভুটানের বিপক্ষে ম্যাচ দিয়ে অভিযান শুরু করবে। প্রতিদিন দুটি করে ম্যাচ অনুষ্ঠিত হবে। চার দল অংশ নেওয়া এই টুর্নামেন্টে প্রত্যেক দল তিনটি করে ম্যাচ খেলবে। লিগ পর্ব শেষে পয়েন্ট তালিকার শীর্ষ দুই দল আগামী ৭ ফেব্রুয়ারি ফাইনালে মুখোমুখি হবে।