ভারত সফরের অনুমতি পেল শুটিং দল

ভারত সফরের অনুমতি পেল শুটিং দল

রাইফেল ও পিস্তল শুটিং চ্যাম্পিয়নশিপে অংশ নিতে ভারতের দিল্লি সফরের অনুমোদন পেয়েছে বাংলাদেশ জাতীয় শুটিং দল। যুব ও ক্রীড়া মন্ত্রণালয় বুধবার (২৯ জানুয়ারি) এ বিষয়ে সরকারি আদেশ (জিও) জারি করেছে। ফলে প্রতিযোগিতায় বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে তৈরি হওয়া অনিশ্চয়তার অবসান হয়েছে।

আগামী ২ থেকে ১৪ ফেব্রুয়ারি নয়াদিল্লিতে অনুষ্ঠিত হবে এশিয়ান রাইফেল ও পিস্তল শুটিং চ্যাম্পিয়নশিপ।

এর আগে নিরাপত্তাজনিত উদ্বেগের কথা জানিয়ে বাংলাদেশ টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নিতে জাতীয় ক্রিকেট দলের ভারত সফর বাতিল করেছিল। তবে সরকারের সংশ্লিষ্ট কর্মকর্তাদের মতে, শুটিং চ্যাম্পিয়নশিপে অংশগ্রহণে বড় ধরনের নিরাপত্তা ঝুঁকি নেই, কারণ প্রতিযোগিতাটি ইনডোর ও সুরক্ষিত ভেন্যুতে অনুষ্ঠিত হবে।

যুব ও ক্রীড়া সচিব মো. মাহবুব-উল-আলম গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘সব দিক বিবেচনা করেই অনুমোদন দেওয়া হয়েছে। বাংলাদেশ দল মাত্র একজন অ্যাথলেট ও একজন কোচ নিয়ে যাচ্ছে, যা খুবই ছোট একটি দল।আয়োজকরাও নিরাপত্তা নিশ্চিত করার আশ্বাস দিয়েছে। প্রতিযোগিতা ইনডোর ও সুরক্ষিত স্থানে হওয়ায় আমরা কোনো নিরাপত্তা ঝুঁকি দেখছি না।’

চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের হয়ে অংশ নেবেন দেশের শীর্ষ শুটার রাবিউল ইসলাম। তিনি ৫ ফেব্রুয়ারি ইভেন্টে প্রতিযোগিতা করবেন।

রাবিউলের সঙ্গে কোচ হিসেবে থাকবেন জাতীয় দলের কোচ শারমিন আক্তার।

বাংলাদেশ নৌবাহিনীর অ্যাথলেট হওয়ায় রাবিউল ইসলাম বিশেষ পাসপোর্ট সুবিধায় ভিসা ছাড়াই সর্বোচ্চ সাত দিন ভারতে অবস্থান করতে পারবেন। তবে কোচ শারমিন আক্তারকে ভারতীয় ভিসা সংগ্রহ করতে হবে। নির্ধারিত সূচি অনুযায়ী ৩১ জানুয়ারি নয়াদিল্লির উদ্দেশে ঢাকা ছাড়বে বাংলাদেশ দল।

উল্লেখ্য, ২০২৪ প্যারিস অলিম্পিকের পর এটি হবে বাংলাদেশ শুটিং ফেডারেশনের প্রথম আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশগ্রহণ।আন্তর্জাতিক শুটিং প্রতিযোগিতায় অংশ নিতে আগ্নেয়াস্ত্র ও গুলি বহনের ক্ষেত্রে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ছাড়পত্র প্রয়োজন হয়। এ প্রসঙ্গে যুব ও ক্রীড়া সচিব জানান, এ বিষয়ে প্রয়োজনীয় সরকারি আদেশ ইতোমধ্যে জারি করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023 EU BANGLA NEWS