সৌদির খনি থেকে ২২১ টন সোনা উত্তোলন

সৌদির খনি থেকে ২২১ টন সোনা উত্তোলন

সৌদি আরবের রাষ্ট্রীয় খনন কোম্পানি ‘মা’আদেন নতুনভাবে চারটি খনি এলাকা থেকে মোট ৭৮ লাখ আউন্স (প্রায় ২ লাখ ২১ হাজার কেজি বা ২২১ টন) সোনা উত্তোলন করেছে। কোম্পানি জানিয়েছে, এ উত্তোলনের মাধ্যমে অভ্যন্তরীণ খনিজ সম্পদের মজুত বৃদ্ধি এবং আন্তর্জাতিক মানের সোনা উত্তোলনকারী প্রতিষ্ঠান হিসেবে তাদের অবস্থান আরও শক্তিশালী হবে।

গালফ নিউজের প্রতিবেদন থেকে জানা যায়, প্রাথমিকভাবে ‘মা’আদেনের বার্ষিক লক্ষ্য ছিল ৯০ লাখ আউন্স সোনা উত্তোলন। তবে চূড়ান্ত হিসাব অনুযায়ী লক্ষ্য কিছুটা কমানো হয়েছে।

নতুন উত্তোলিত সোনার মধ্যে সবচেয়ে বেশি এসেছে মানসুরাহ মাসসারাহ খনি থেকে, যেখানে ৩০ লাখ আউন্স সোনা আহরণ করা হয়েছে। এছাড়া উরুক ২০-২১ ও উম্ম আস সালাম খনি মিলিয়ে ১৬ লাখ ৭০ হাজার আউন্স এবং ওয়াদি আল জাও খনি থেকে ৩০ লাখ ৮০ হাজার আউন্স সোনা উত্তোলন হয়েছে। ওয়াদি আল জাও খনি থেকে এবারই প্রথমবার সোনা উত্তোলন করা হয়েছে।

‘মা’আদেনের প্রধান নির্বাহী কর্মকর্তা বব উইল্ট বলেন, এ ফলাফল দেখাচ্ছে কোম্পানির দীর্ঘমেয়াদি কৌশল মাঠপর্যায়ে কার্যকর।চারটি এলাকায় খননকাজের মাধ্যমে ৭০ লাখ আউন্সের বেশি সোনা উত্তোলন আমাদের সম্ভাবনাকে প্রতিফলিত করছে। এটি ভবিষ্যতে নগদ অর্থ প্রবাহ বৃদ্ধিতেও সহায়ক হবে।

বিশেষজ্ঞরা মনে করছেন, লক্ষ্য ভিত্তিক খনন ও কার্যকর ব্যবস্থাপনার মাধ্যমে ‘মা’আদেন বিশ্বের শীর্ষ সোনা উৎপাদক প্রতিষ্ঠানের মধ্যে নিজেদের অবস্থান আরও দৃঢ় করতে সক্ষম হবে। এছাড়া দেশের অভ্যন্তরীণ সোনা চাহিদা পূরণ এবং আন্তর্জাতিক বাজারে রপ্তানিতে এই উত্তোলন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

‘মা’আদেনের খনি এলাকায় আধুনিক প্রযুক্তি, দক্ষ মানবসম্পদ এবং কার্যকরী লগিস্টিক ব্যবস্থার মাধ্যমে উত্তোলন প্রক্রিয়া আরও গতিশীল হয়েছে। বিশেষত নতুন খনি ওয়াদি আল জাও থেকে প্রথমবারের উত্তোলন কোম্পানির ভবিষ্যৎ খনি সম্প্রসারণ পরিকল্পনাকে সমর্থন করছে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023 EU BANGLA NEWS