গণভোটের গুরুত্ব তুলে ধরে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক আলী রীয়াজ বলেছেন, এই সরকার সংস্কার ছাড়া শুধুমাত্র নির্বাচন দিয়ে চলে গেলে সেটা হবে জুলাইয়ে যারা জীবন দিয়েছে তাদের সঙ্গে বিশ্বাসঘাতকতা।
শনিবার (১৭ জানুয়ারি) রাজধানীর বিয়াম ফাউন্ডেশন মিলনায়তনে গণভোটের প্রচার ও ভোটার উদ্বুদ্ধকরণের উদ্দেশে আয়োজিত ঢাকা বিভাগীয় মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।
জুলাই সনদের প্রতিটি অক্ষর রক্ত দিয়ে লেখা, শত শত প্রাণের বিনিময়ে লেখা মন্তব্য করে আলী রীয়াজ বলেন, দুর্নীতিমুক্ত দেশ গড়তে, ন্যায়বিচার ও সুশাসন প্রতিষ্ঠার জন্য সংস্কার প্রয়োজন। এ সময় জুলাই সনদ ও সংস্কার গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো ব্যাখ্যা করেন এবং সংস্কার বাস্তবায়ন ও সুশাসন প্রতিষ্ঠায় হ্যাঁ ভোটের প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন তিনি।
সরকারি কর্মচারীদের গণভোটে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে প্রচার-প্রচারণায় সাংবিধানিক কিংবা প্রচলিত আইনে কোনো বাধা নেই বলে জানান প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক আলী রীয়াজ।
তিনি বলেন, সাবেক বিচারপতি, সাংবিধানিক মামলা পরিচালনায় অভিজ্ঞ আইনজীবী ও আইন বিভাগের শিক্ষকদের পরামর্শ নিয়েছে সরকার। তাদের অভিমত অনুযায়ী, সংবিধান, গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশ (আরপিও), গণভোট সংক্রান্ত অধ্যাদেশ কিংবা সরকারের জারি করা জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন (সংবিধান সংস্কার) আদেশ-২০২৫—কোনোটিতেই সরকারি কর্মচারীদের ‘হ্যাঁ’ ভোটের পক্ষে প্রচারে নিষেধাজ্ঞা নেই।
অধ্যাপক আলী রীয়াজ বলেন, জুলাই জাতীয় সনদ কাউকে ক্ষমতায় বসানোর কিংবা কাউকে ক্ষমতার বাইরে রাখার এজেন্ডা নয়।এটি সব মানুষের সম্মতি নেওয়ার প্রক্রিয়া। সেই কারণেই গণভোট।
তিনি আরও বলেন, যারা গণভোটকে পরাজিত করার চেষ্টা করছে, তাদের সঙ্গে নিজ উদ্যোগে কথা বলে বোঝাতে হবে। আমি বিশ্বাস করতে চাই, তাদের অসৎ উদ্দেশ্য নেই, কিন্তু তারা বিভ্রান্ত হচ্ছেন।
ঢাকা বিভাগীয় কমিশনার শরফ উদ্দিন আহমদের সভাপতিত্বে সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার।