আনোয়ারা উদ্যান সবার জন্য উন্মুক্ত: ডিএনসিসি প্রশাসক

আনোয়ারা উদ্যান সবার জন্য উন্মুক্ত: ডিএনসিসি প্রশাসক

আজ থেকে রাজধানীর ফার্মগেট এলাকার আনোয়ারা উদ্যান সবার জন্য উন্মুক্ত করা হয়েছে। তেজগাঁও কলেজের শিক্ষার্থীসহ স্থানীয় বাসিন্দারা খেলাধুলা করতে পারবেন এবং কোনো বাধা ছাড়াই উদ্যানে প্রবেশ করতে পারবেন বলে জানিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মহাম্মদ এজাজ।

শুক্রবার (৯ জানুয়ারি) বিকেলে ফার্মগেটের আনোয়ারা উদ্যান হস্তান্তর অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

মহাম্মদ এজাজ বলেন, আনোয়ারা উদ্যানের ভেতরে যেসব অবকাঠামো রয়েছে, সেগুলো আগামী এক মাসের মধ্যে সরিয়ে ফেলা হবে।

আগামী মাসের ১০ তারিখের মধ্যে পুরো উদ্যান সবার জন্য সম্পূর্ণভাবে উন্মুক্ত করে দেওয়া হবে।

তিনি আরও বলেন, উন্নয়ন কাজের কারণে ঢাকা শহরের অনেক জলধারা, মাঠ ও পার্ক বিভিন্ন সংস্থাকে সাময়িকভাবে দেওয়া হয়। কিন্তু একবার দেওয়ার পর সেগুলো সংশ্লিষ্ট সংস্থার কাছ থেকে ফেরত পাওয়া সহজ হয় না। এতে সময় লাগে এবং নানা দাপ্তরিক জটিলতার মুখে পড়তে হয়।

মাঠ ও পার্ক উদ্ধারের প্রসঙ্গ টেনে মহাম্মদ এজাজ বলেন, মাঠ ও পার্ক উদ্ধারের সময়ও এ ধরনের দুই-তিনটি বিষয় সামনে এসেছে। কোনো মাঠ দখল হয়ে গেলে সবাই প্রশ্ন তোলে, সিটি করপোরেশন উদ্ধার করছে না কেন। কিন্তু সিটি করপোরেশন যখন উদ্ধার করতে যায়, তখন দেখা যায় জমির মালিকানা বিভিন্ন সংস্থা বা দপ্তরের অধীনে।

ডিএনসিসির জরিপের তথ্য তুলে ধরে তিনি আরও বলেন, ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকায় মোট ১৩৮টি পার্ক ও মাঠ রয়েছে।

এর মধ্যে মাত্র ৩২টি পার্ক ও মাঠের মালিক উত্তর সিটি করপোরেশন। এসব পার্ক ও মাঠের সঠিক রক্ষণাবেক্ষণের জন্য স্টিয়ারিং কমিটি গঠন করা হবে।

অনুষ্ঠানে ঢাকা মেট্রোরেলের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ফারুক আহমেদ বলেন, আনোয়ারা উদ্যান এলাকায় মেট্রোরেল প্রকল্পের কাজ শেষ হয়েছে। আগামী মাসের ১৫ তারিখের মধ্যে মাঠে থাকা সব স্থাপনা সরিয়ে এলাকা পরিষ্কার করে দেওয়া হবে।

উল্লেখ্য, ২০১৮ সাল থেকে মেট্রোরেল নির্মাণকাজের কারণে ফার্মগেটের আনোয়ারা উদ্যান সাধারণ মানুষের জন্য বন্ধ ছিল।প্রায় সাত বছর পর আজ এটি পুনরায় জনগণের জন্য খুলে দেওয়া হলো।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023 EU BANGLA NEWS