বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দ্বাদশ আসরের দশম ম্যাচে রংপুর রাইডার্সের বিপক্ষে আগে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৪৪ রানের সংগ্রহ দাঁড় করিয়েছে সিলেট টাইটান্স। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় রংপুর।
ইনিংসের শুরু থেকেই চাপে পড়ে যায় সিলেট। ওপেনার সাইম আইয়ুব আগ্রাসী মেজাজে শুরু করলেও বেশিক্ষণ টিকতে পারেননি।
৭ বল খেলে দুটি চারের সাহায্যে ১১ রান করে ফাহিম আশরাফের বলে আল ইসলামের হাতে ক্যাচ তুলে দেন তিনি। অন্য ওপেনার রনি তালুকদার কিছুটা স্থিরতার আভাস দিলেও বড় ইনিংস খেলতে ব্যর্থ হন। ১৪ বলে ১৯ রান করে ফাহিমের বলেই বোল্ড হন রনি।
তিন নম্বরে নেমে অধিনায়ক মেহেদি হাসান মিরাজও ব্যর্থ হন।৬ বলে মাত্র ৪ রান করে মোস্তাফিজুর রহমানের কাটার বলে অ্যালিস আল ইসলামের হাতে ধরা পড়েন তিনি। এরপর পারভেজ হোসেন ইমন উইকেটে থিতু হওয়ার চেষ্টা করলেও প্রয়োজনীয় রান তুলতে পারেননি। ১৯ বলে ১৫ রান করে মৃত্যুঞ্জয় চৌধুরীর বলে আউট হন ইমন।
দলের বিপর্যয়ের মধ্যে একপ্রান্ত আগলে রেখে লড়াই চালান আফিফ হোসেন।
দায়িত্বশীল ব্যাটিংয়ের সঙ্গে প্রয়োজনীয় সময়ে আক্রমণাত্মক শট খেলেন তিনি। ৩১ বলে ৪৬ রানের ইনিংসে চারটি চার ও একটি ছক্কা হাঁকান আফিফ। তাকে সঙ্গ দেন ইংলিশ ব্যাটার ইথান ব্রুকস। ব্রুকস ৩০ বলে ৩২ রান করে ইনিংসের গতি ধরে রাখার চেষ্টা করেন।
শেষদিকে আজমতউল্লাহ ওমরজাই দ্রুত কিছু রান তুললেও ইনিংস বড় করতে পারেনি সিলেট।নিয়মিত বিরতিতে উইকেট হারানোর কারণে শেষ পাঁচ ওভারে খুব বেশি রান যোগ করতে ব্যর্থ হয় দলটি। ফলে ২০ ওভারে ৮ উইকেটে ১৪৪ রানে থামে সিলেট টাইটান্স।
রংপুর রাইডার্সের বোলিং আক্রমণে সবচেয়ে উজ্জ্বল ছিলেন ফাহিম আশরাফ। এছাড়া মোস্তাফিজুর রহমান ও মৃত্যুঞ্জয় গুরুত্বপূর্ণ সময়ে উইকেট তুলে নিয়ে সিলেটকে বড় সংগ্রহ গড়তে দেননি।
মিরাজকে আউট করে মোস্তাফিজ টি-টোয়েন্টি ক্রিকেটে ৪০০ উইকেটের মাইলফলক স্পর্শ করেছেন। ৩১৫ ম্যাচে এমন কীর্তি গড়েছেন তিনি। বাংলাদেশের বোলারদের মধ্যে মোস্তাফিজের চেয়ে বেশি উইকেট আছে কেবল সাকিব আল হাসানের। বাঁহাতি স্পিনার ৪৬৮ ম্যাচে ৫০৭ উইকেট নিয়েছেন।