বাংলাদেশে স্বদেশি নাগরিকদের সতর্ক করল মার্কিন দূতাবাস

বাংলাদেশে স্বদেশি নাগরিকদের সতর্ক করল মার্কিন দূতাবাস

বাংলাদেশের চলমান পরিস্থিতি ঘিরে যুক্তরাষ্ট্রের নাগরিকদের সতর্ক থাকতে অনুরোধ করা হয়েছে। শুক্রবার (১৯ ডিসেম্বর) ঢাকার মার্কিন দূতাবাস থেকে এক বার্তায় এ আহ্বান জানানো হয়।

বার্তায় উল্লেখ করা হয়, গণমাধ্যমের প্রতিবেদনে জানা গেছে, তরুণ নেতা শরিফ ওসমান হাদির লাশ শুক্রবার (১৯ ডিসেম্বর) সন্ধ্যা ৬টা ৫ মিনিটে ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে। তার জানাজা শনিবার (২০ ডিসেম্বর) জোহরের নামাজের পর (প্রায় দুপুর ২টায়) জাতীয় সংসদ ভবনের সামনে মানিক মিয়া অ্যাভিনিউতে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

এসময় ওই এলাকায় এবং সমগ্র ঢাকাজুড়ে অত্যন্ত ভারী যানজটের আশঙ্কা রয়েছে।

যুক্তরাষ্ট্রের নাগরিকদের সতর্ক থাকতে অনুরোধ জানিয়ে বলা হয়, শান্তিপূর্ণ উদ্দেশে আয়োজিত সমাবেশও কখনও কখনও সংঘাতপূর্ণ হয়ে উঠতে পারে এবং সহিংসতায় রূপ নিতে পারে। তাই বিক্ষোভ এড়িয়ে চলতে এবং যেকোনো বড় জনসমাবেশের আশপাশে অতিরিক্ত সতর্কতা অবলম্বন করতে বলা হয়েছে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023 EU BANGLA NEWS