News Headline :
বাংলাদেশিদের চাকরির প্রতিশ্রুতিতে ইউক্রেন যুদ্ধে যেতে বাধ্য করছে রাশিয়া সেই শিশুটি এখন বড় তারকা, ১২০ মিলিয়ন ডলারের মালিক নতুন চমক নিয়ে আসছেন আলিয়া সকালে কালো কিশমিশ খেলে যেসব উপকার হতে পারে ‘ভারতের জন্য এক নিয়ম, বাংলাদেশের জন্য আরেক’, ইংলিশ কিংবদন্তির ক্ষোভ সাড়ে পাঁচ ঘণ্টার নাটকীয় লড়াইয়ে জেভেরেভকে হারিয়ে ফাইনালে আলকারাস বিসিবি সভাপতির বিরুদ্ধে তদন্তের দাবি সম্পূর্ণ মিথ্যা: অ্যালেক্স মার্শাল চীনে মিয়ানমারের মিং পরিবারের ১১ সদস্যের মৃত্যুদণ্ড কার্যকর মার্কিন সামরিক নৌবহর এগোতেই যুদ্ধের প্রস্তুতিতে ইরান চীনের সঙ্গে যুক্তরাজ্যের ব্যবসা খুব বিপজ্জনক: ট্রাম্প
আমাদের কথা কাজে মিল থাকবে: তাসলিমা আখতার

আমাদের কথা কাজে মিল থাকবে: তাসলিমা আখতার

ঢাকা-১২ আসনে গণসংহতি আন্দোলন-জিএসএ’র মাথাল প্রতীকের প্রার্থী তাসলিমা আখতার বলেছেন, টাকার খেলা কিংবা পেশিশক্তি দেখিয়ে আমাদের দমিয়ে রাখা যাবে না। কথার ফুলঝুরি দিয়ে লোক ভোলাতে আমরা নির্বাচনী লড়াই শুরু করিনি।

তিনি বলেন, জনগণের চাহিদাগুলো আমরা শুনছি। জনগণের দাবি-দাওয়াগুলো পূরণ করতে আমরা জনগণকে সাথে নিয়েই কাজ করব।

আমাদের কথা আর কাজে মিল থাকবে। আমরা সকল নাগরিকের মর্যাদাশীল জীবন নিশ্চিতে কাজ করতে চাই।

শুক্রবার (৩০ জানুয়ারি) বিকেলে রাজধানীর পান্থকুঞ্জ থেকে নির্বাচনী পদযাত্রা শুরুতে দেওয়া বক্তব্যে তাসলিমা আখতার এসব কথা বলেন।

মাথাল মার্কার এই প্রার্থীর সঙ্গে সংহতি জানিয়ে পদযাত্রায় অংশ নেন ঢাকা-১২ আসনের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, গণসংহতি আন্দোলনের মহানগরের নেতাকর্মী, বাংলাদেশ গার্মেন্ট শ্রমিক সংহতি ও ট্রেড ইউনিয়ন ফেডারেশনের সংগঠক এবং তাসলিমা আখতারের শুভানুধ্যায়ী ও গুণগ্রাহীরা।

গণসংহতি আন্দোলনের নির্বাচনী প্রতীক মাথাল, ব্যানার, ফেস্টুন-সজ্জিত বর্ণাঢ্য পদাযাত্রা নিয়ে তাসলিমা আখতার পান্থকুঞ্জ পার্ক থেকে বাংলামোটর ও মগবাজার হয়ে হাতিরঝিল থানার মধুবাগ মাঠে পূর্ব নির্ধারিত নির্বাচনী সমাবেশে পৌঁছান বিকেল সাড়ে ৪টায়। সেখানে সমবেত জনতার উদ্দেশে তিনি দ্বিতীয় দফা বক্তব্য দেন।

যেকোন রকম উসকানির ফাঁদে পা না দিয়ে শান্তিপূর্ণভাবে ভোট উৎসব পালনের উদাত্ত আহ্বান জানিয়ে তাসলিমা আখতার বলেন, এবারের জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে আগামীর নতুন বাংলাদেশ বাস্তবায়নের অভিযাত্রা শুরু হবে। তাই অবাধ ও সুষ্ঠুভাবে নির্বাচন যাতে অনুষ্ঠিত হয়, সে জন্য সকলকে যার যার জায়গা থেকে সর্বাত্মক প্রচেষ্টা চালাতে হবে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023 EU BANGLA NEWS