উত্তর-পূর্ব জাপানে শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। স্থানীয় সময় সকাল ১১টা ৪৪ মিনিটে আওমোরি প্রিফেকচারের উপকূলে ৬ দশমিক ৭ মাত্রার এ কম্পন অনুভূত হয়। ভূমিকম্পের পরই সুনামি সতর্কতা জারি করেছে জাপানের আবহাওয়া অধিদপ্তর (জেএমএ)।
জেএমএ জানায়, ভূমিকম্পের কেন্দ্র ছিল উপকূলীয় অঞ্চলের অদূরে, ভূগর্ভের প্রায় ২০ কিলোমিটার গভীরে। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস)ও একই মাত্রার ভূমিকম্প নিশ্চিত করেছে।
ঘটনার পরপরই জাপানের নিউক্লিয়ার রেগুলেশন অথরিটি জানিয়েছে, আশপাশের কোনো পারমাণবিক স্থাপনায় কোনো ধরনের অস্বাভাবিকতা পাওয়া যায়নি।
দেশটির সরকারি সম্প্রচারমাধ্যম এনএইচকে বলছে, এ দিনের কম্পন সোমবারের ৭ দশমিক ৫ মাত্রার শক্তিশালী ভূমিকম্পের তুলনায় কম ছিল। সোমবারের কম্পনে সড়ক ধসে পড়ে, বহু ভবনের কাচ ভেঙে যায় এবং প্রায় ৭০ সেন্টিমিটার উচ্চতার সুনামি ঢেউ তৈরি হয়েছিল।
সোমবারের ভূমিকম্পে কমপক্ষে ৫০ জন আহত হন। এরপর জেএমএ হোক্কাইডো থেকে টোকিওর পূর্বাঞ্চল চিবা পর্যন্ত বিশেষ সতর্কতা জারি করে জানায়-আগামী এক সপ্তাহের মধ্যে আরও একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানতে পারে, তাই সবাইকে সতর্ক থাকার আহ্বান জানানো হচ্ছে।