বোলাররা তাদের কাজটা ঠিকঠাকই করেছিলেন। প্রতিপক্ষকে আটকে রেখেছিলেন মাত্র ৮৮ রানে। জয়ের জন্য প্রয়োজন ছিল মাত্র ৮৯ রান। কিন্তু হাতের নাগালে থাকা এই সহজ লক্ষ্যটাও স্পর্শ করতে পারল না বাংলাদেশ নারী অনূর্ধ্ব-১৯ দল। ব্যাটিং বিপর্যয়ের মাশুল দিয়ে তিন ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে পাকিস্তানের কাছে ১৩ রানে হেরেছে স্বাগতিকরা।
বুধবার কক্সবাজার একাডেমি মাঠে টস জিতে প্রথমে ব্যাট করতে নামে পাকিস্তান অনূর্ধ্ব-১৯ দল। বাংলাদেশি বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে শুরু থেকেই ধুঁকতে থাকে সফরকারীরা। নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে ১৯.৪ ওভারে ৮৮ রানেই অলআউট হয় তারা। তবে দলের বিপর্যয়ের মুখে ঢাল হয়ে দাঁড়ান অধিনায়ক ইমা নাসির। তিনি ৪১ বলে ৩০ রানের ধৈর্যশীল ইনিংস খেলেন। এছাড়া আরিশা আনসারি ২৩ বলে ২২ রান করে দলকে লড়াইয়ের পুঁজি এনে দেন।
বাংলাদেশের হয়ে বল হাতে উজ্জ্বল ছিলেন জারিন তাসমিন লাবণ্য। ৪ ওভারে মাত্র ১৪ রান খরচ করে তিনি তুলে নেন ২ উইকেট। সমানসংখ্যক উইকেট শিকার করেন হাবিবা ইসলাম পিংকিও।
৮৯ রানের সহজ লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই চরম ব্যাটিং বিপর্যয়ে পড়ে বাংলাদেশ। স্কোরবোর্ডে ২২ রান যোগ করতেই সাজঘরে ফেরেন শীর্ষ চার ব্যাটার। এরপর অরিত্র নির্জনা মণ্ডল (২০) এবং সাদিয়া আক্তার (১৬) বিপর্যয় সামাল দেওয়ার চেষ্টা করেন। শেষদিকে ববি খাতুন ১৩ রান করে কিছুটা আশা জাগালেও তা জয়ের জন্য যথেষ্ট ছিল না। পাকিস্তানি বোলারদের দাপটে ১৮.৫ ওভারে ৭৫ রানেই গুটিয়ে যায় বাংলাদেশের ইনিংস।
পাকিস্তানের জয়ে বল হাতে বড় ভূমিকা রাখেন শাহর বানু ও রোজিনা আকরাম। শাহর বানু ৩টি উইকেট শিকার করেন। অন্যদিকে রোজিনা ৪ ওভারে মাত্র ৫ রান দিয়ে তুলে নেন ২ উইকেট।
এই জয়ে তিন ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল পাকিস্তান। আগামী শুক্রবার একই ভেন্যুতে সিরিজের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হবে দুই দল। সিরিজে টিকে থাকতে হলে সেই ম্যাচে জয়ের কোনো বিকল্প নেই বাংলাদেশের সামনে।