রাজধানীর দ্য ওয়েস্টিন ঢাকায় আজ বুধবার জাঁকজমকপূর্ণভাবে উন্মোচিত হলো ‘৬ষ্ঠ অ্যাম্বাসি ফুটবল ফেস্ট ২০২৫’-এর জার্সি, ট্রফি ও সূচি। পররাষ্ট্র মন্ত্রণালয়ের সহযোগিতায় এবং গেমপ্লে লিমিটেডের আয়োজনে আগামী ৫ ও ৬ ডিসেম্বর ইন্টারন্যাশনাল স্কুল ঢাকায় (আইএসডি) অনুষ্ঠিত হতে যাচ্ছে এই কূটনৈতিক ফুটবল উৎসব।
সংবাদ সম্মেলনে আয়োজকরা জানান, এবারের আসরে বিভিন্ন দেশের দূতাবাস, হাইকমিশন ও আন্তর্জাতিক সংস্থা মিলিয়ে মোট ৩০টি প্রতিষ্ঠান অংশ নিচ্ছে। সব মিলিয়ে ২৪টি দল শিরোপার জন্য লড়বে দুই দিনের এই প্রতিযোগিতায়।
আয়োজক প্রতিষ্ঠান গেমপ্লে লিমিটেডের পক্ষ থেকে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ভূমিকার প্রশংসা করা হয়। এক কর্মকর্তা বলেন, “প্রথম আসর থেকেই বাফুফে আমাদের লজিস্টিক পার্টনার হিসেবে পাশে আছে। তারা নিয়মিত ফিফা অনুমোদিত রেফারি দিয়ে সহযোগিতা করছে। এবারের আসরের ম্যাচগুলোও ফিফা স্বীকৃত রেফারিরাই পরিচালনা করবেন।” স্বাগতিক দল হিসেবে ‘টিম বাংলাদেশ’-এর জন্যও প্রয়োজনীয় লজিস্টিক সহায়তা দেবে বাফুফে।
এবারের টুর্নামেন্টটি অনুষ্ঠিত হবে ‘সেভেন-এ-সাইড’ ফরম্যাটে। প্রতিটি ম্যাচের দৈর্ঘ্য হবে ১৬ মিনিট, যা দুই অর্ধে ভাগ করে খেলা হবে। ৩৬টি গ্রুপপর্বের খেলা, শেষ ষোলোর ৮টি ম্যাচ, চারটি কোয়ার্টার ফাইনাল, দুটি সেমিফাইনাল, তৃতীয় স্থান নির্ধারণী ও ফাইনাল মিলিয়ে মোট ৫২টি ম্যাচ অনুষ্ঠিত হবে।
আগামী ৬ ডিসেম্বর ফাইনালের মধ্য দিয়ে পর্দা নামবে এই আসরের। স্বাগতিক বাংলাদেশ রয়েছে গ্রুপ ‘এ-১’-এ। উল্লেখ্য, অ্যাম্বাসি ফুটবল ফেস্টের গত আসরের চ্যাম্পিয়ন ছিল সৌদি আরব দূতাবাস।