সমর্থকদের বর্ণবাদী আচরণে আতলেতিকোকে শাস্তি দিল উয়েফা

সমর্থকদের বর্ণবাদী আচরণে আতলেতিকোকে শাস্তি দিল উয়েফা

চ্যাম্পিয়ন্স লিগে আর্সেনালের বিপক্ষে ম্যাচে নিজের সমর্থকদের আচরণের দায়ে শাস্তির মুখে পড়েছে আতলেতিকো মাদ্রিদ। বর্ণবাদী ও বৈষম্যমূলক আচরণের কারণে স্প্যানিশ ক্লাবটিকে ৩০ হাজার ইউরো জরিমানা করেছে উয়েফা। পাশাপাশি প্রতিপক্ষের মাঠে এক ম্যাচে তাদের সমর্থকদের উপস্থিতির ওপর নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে, যদিও এই নিষেধাজ্ঞা আপাতত এক বছরের জন্য স্থগিত রাখা হয়েছে।

গত মাসে আর্সেনালের এমিরেটস স্টেডিয়ামে চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে ৪-০ ব্যবধানে হেরে যায় আতলেতিকো। সেই ম্যাচে বেশ কয়েকজন আতলেতিকো সমর্থক মাঠে বস্তু নিক্ষেপ করেন। এই অভিযোগে আলাদাভাবে আরও ১০ হাজার ইউরো জরিমানা গুনতে হচ্ছে ক্লাবটিকে।

মোট শাস্তির মধ্যে রয়েছে সমর্থকদের অ্যাওয়ে ম্যাচের টিকিট বিক্রির ওপর নিষেধাজ্ঞা, যা উয়েফার নিয়ম অনুযায়ী এক বছরের জন্য স্থগিত থাকবে। এই সময়ের মধ্যে একই ধরনের আচরণ ঘটলে নিষেধাজ্ঞা কার্যকর হবে।

চ্যাম্পিয়ন্স লিগে নিজেদের শেষ ম্যাচে আতলেতিকো গত বুধবার ঘরের মাঠে ইন্টার মিলানকে ২ ১ গোলে হারিয়েছে। সামনে অপেক্ষা করছে আরও একটি বড় চ্যালেঞ্জ। আগামী ১০ ডিসেম্বর তারা মাঠে নামবে নেদারল্যান্ডসের ক্লাব পিএসভি আইন্দহোভেনের বিপক্ষে।

এখন পর্যন্ত পাঁচ ম্যাচে তিন জয় নিয়ে ৯ পয়েন্ট সংগ্রহ করেছে আতলেতিকো। টেবিলের বর্তমান অবস্থান তাদের জন্য স্বস্তিকর হলেও সমর্থকদের আচরণ সংশোধনে উয়েফার এ ধরনের সতর্কবার্তা ভবিষ্যতে বড় চাপ হয়ে দাঁড়াতে পারে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023 EU BANGLA NEWS