জুনায়েদের ব্যাটে দ্বিতীয় দিনেই বড় লিডে বাংলাদেশ

জুনায়েদের ব্যাটে দ্বিতীয় দিনেই বড় লিডে বাংলাদেশ

মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শ্রীলঙ্কা অনূর্ধ্ব-১৭ দলের বিপক্ষে তিন দিনের ম্যাচের দ্বিতীয় দিন শেষেই বেশ শক্ত অবস্থানে বাংলাদেশ অনূর্ধ্ব-১৭ দল। প্রথম ইনিংসে ব্যাটিং ধস সামাল দিতে না পারলেও দুই ইনিংস মিলিয়ে দারুণভাবে ঘুরে দাঁড়িয়ে দিন শেষে স্বাগতিকদের লিড দাঁড়িয়েছে ২৪৮ রান।

মাত্র ১২০ রানে প্রথম ইনিংস শেষ করার পর বাংলাদেশের সামনে সুযোগ ছিল প্রতিপক্ষকে চাপে ফেলার। বোলাররাও সে সুযোগ কাজে লাগান। ১০২ রানে শ্রীলঙ্কাকে গুটিয়ে দিয়ে ১৮ রানের লিড আদায় করে নেন তারা।

তবে দ্বিতীয় ইনিংসের শুরুটা ছিল বাংলাদেশের জন্য বেশ কঠিন। শুরুতেই ৭০ রানের মধ্যে পাঁচ ব্যাটার ফিরে গেলে চাপ বাড়তে থাকে।

সেখান থেকেই দলকে টেনে তোলেন রাকিবুল হোসেন ও জুনায়েদ হোসেন। ষষ্ঠ উইকেটে তাদের ৯২ রানের মূল্যবান জুটি ইনিংসকে স্থিতি এনে দেয়। রাকিবুল খেলেন ১৩০ বলের ধৈর্যশীল ৪১ রানের ইনিংস, যেখানে ছিল মাত্র একটি বাউন্ডারি।

রাকিবুল বিদায়ের পরও থামেননি জুনায়েদ। সপ্তম উইকেটে সৌরভ কর্মকারকে সঙ্গে নিয়ে আরও ৫৯ রান যোগ করেন তিনি। ৬২ বলে ২৫ রান করা সৌরভের ব্যাটে আসে একটি চার ও একটি ছক্কা।

দিন শেষে সব আলো কাড়েন অপরাজিত জুনায়েদ। ২১৬ বল মোকাবিলা করে ৮৭ রানে অপরাজিত তিনি সেঞ্চুরির একদম কাছে পৌঁছে গেছেন। চারটি চার ও একটি ছক্কায় সাজানো তার ইনিংস বাংলাদেশের লিড বড় করতে মুখ্য ভূমিকা রেখেছে।

দ্বিতীয় দিন শেষে বাংলাদেশের সংগ্রহ দাঁড়িয়েছে ৮ উইকেটে ২৩০। শ্রীলঙ্কার বিপক্ষে ২৪৮ রানের লিড নিয়ে শেষ দিনে জয় ও ম্যাচ নিয়ন্ত্রণ দুটোই হাতের নাগালে স্বাগতিকদের।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023 EU BANGLA NEWS