হতাশা কাটিয়ে আবাহনীর জয়, তিন পয়েন্ট পেল ফর্টিসও

হতাশা কাটিয়ে আবাহনীর জয়, তিন পয়েন্ট পেল ফর্টিসও

বাংলাদেশ ফুটবল লিগে টানা তিন ম্যাচ হতাশায় কাটানোর পর অবশেষে জয়ের স্বাদ পেল ঢাকা আবাহনী লিমিটেড। একই দিন জয় তুলে নিয়েছে ফর্টিস এফসিও।

ভাষা সৈনিক শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে শুক্রবার বাংলাদেশ পুলিশ এফসিকে ২-০ গোলে হারায় আবাহনী। এই ম্যাচে একাদশে দুটি পরিবর্তন আনেন কোচ মারুফুল হক। ব্রুনো মাতোস ও ইব্রাহিম হোসেনের জায়গায় সুযোগ পান এনামুল ইসলাম গাজী ও পাপন সিংহ।

ম্যাচের প্রথমার্ধেই আসে দুই গোল। ২৫ মিনিটে পেনাল্টি থেকে আবাহনীকে এগিয়ে দেন সুলেমান দিয়াবাতে। বক্সে ঢুকে ফাউল করিয়ে নেওয়ার পর নিজেই সফলভাবে শট নেন তিনি। ৪৩ মিনিটে গাজীর দুর্দান্ত ভলিতে ব্যবধান দ্বিগুণ হয়। শেখ মোরসালিনের বাঁকানো ফ্রি কিক ডি বক্সে পান তিনি, আর নিখুঁত শটে বল পাঠান জালে।

বিরতির পর ম্যাচে ফিরতে চেষ্টা করে পুলিশ এফসি। তবে আবাহনীর রক্ষণভাগ এদিন বেশ গোছানো ছিল, তাই গোল শোধ দিতে পারেনি তারা। যোগ করা সময়ের প্রথম মিনিটে দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন আলমগীর মোল্লা। তবুও ফলাফলে কোনো পরিবর্তন আসেনি। চার ম্যাচ শেষে ৪ পয়েন্ট নিয়ে ছয়ে উঠেছে আবাহনী। ৫ পয়েন্ট নিয়ে পুলিশের অবস্থান পাঁচে।

অন্যদিকে মানিকগঞ্জের শহীদ মিরাজ তপন স্টেডিয়ামে ফর্টিস এফসি ১-০ গোলে হারিয়েছে আরামবাগ ক্রীড়া সংঘকে। ম্যাচের একমাত্র গোলটি আসে ১৬ মিনিটে। পা ওমর বাবুর ফ্রি কিক থেকে জটলার মাঝে পা ছুঁইয়ে গোল করেন রিয়াজ উদ্দিন সাগর।

দ্বিতীয়ার্ধে ১০ জনে নেমে আসে ফর্টিসও। ৭৪ মিনিটে আরামবাগের শহীদুল ইসলামের মুখে কনুই মেরে সরাসরি লাল কার্ড দেখেন ফর্টিস ডিফেন্ডার আতিকুর রহমান ফাহাদ। কিন্তু এক জন বেশি খেলেও সমতায় ফিরতে পারেনি আরামবাগ। চার ম্যাচে মাত্র ১ পয়েন্ট নিয়ে নবম স্থানে আছে তারা। জয়ে ৭ পয়েন্ট নিয়ে তিনে উঠে এসেছে ফর্টিস এফসি।

আগামীকাল লিগে রয়েছে তিনটি ম্যাচ। শীর্ষস্থান দখলের গুরুত্বপূর্ণ লড়াইয়ে মুখোমুখি হবে বসুন্ধরা কিংস ও রহমতগঞ্জ। দুটি দলই ৭ পয়েন্ট নিয়ে যৌথভাবে শীর্ষে রয়েছে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023 EU BANGLA NEWS