হাই লাইন ডিফেন্স নিয়ে আফঈদার সরল স্বীকারোক্তি

হাই লাইন ডিফেন্স নিয়ে আফঈদার সরল স্বীকারোক্তি

তিন জাতি সিরিজ শুরু হচ্ছে আগামীকাল। প্রথম ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ মালয়েশিয়া। ভেন্যু ঢাকা জাতীয় স্টেডিয়াম। ম্যাচের আগের আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে তিন দলের কোচ ও অধিনায়করা স্বাভাবিকভাবেই উপস্থিত ছিলেন। আর সেখানেই ঘটে এক মজার ঘটনা। বাংলাদেশ নারী দলের অধিনায়ক আফঈদা খন্দকার প্রথমে ভুলেই যান হাই লাইন ডিফেন্স খেলার কথা, পরে আবার মনে পড়ে যায় যে তারা তো অনেক দিন ধরেই এই কৌশলে খেলছেন।

সংবাদ সম্মেলনে বাংলাদেশের প্রধান কোচ পিটার বাটলার তার হাই লাইন ডিফেন্স পরিকল্পনা ব্যাখ্যা করছিলেন। সেই প্রসঙ্গেই কথা বলছিলেন আফঈদাও। তিনি বলেন, কোচ যেভাবে নির্দেশ দেন, আমরা তেমনই খেলার চেষ্টা করি। অনুশীলনে যা বলা হয়, মাঠে সেটাই করার চেষ্টা থাকে। অধিনায়ক হিসেবে তার মুখে এমন মন্তব্য খুবই পরিচিত।

কিন্তু আজ সেই পরিচিত বয়ান দিতে গিয়েই ভুলে যান হাই লাইন ডিফেন্সের ধারাবাহিকতার কথা। সাংবাদিকদের প্রশ্নে এই ভুল ধরা পড়ে। হাই লাইন ডিফেন্স নিয়ে কথা বলতে গিয়ে আফঈদা প্রথমে বলেন, সবকিছুই শিখতে হয়, মানিয়ে নিতে হয়। আমরা চেষ্টা করছি। এর আগে তো আমরা ওভাবে খেলিনি।

বক্তব্য শেষ হতেই একজন সাংবাদিক পাল্টা প্রশ্ন তুললে বাস্তবতায় ফিরে আসেন আফঈদা। সাংবাদিক মনে করিয়ে দেন যে এই কৌশলে দল অনেক দিন ধরেই খেলছে। তখন দ্রুত নিজের বক্তব্য সংশোধন করেন তিনি। বলেন, হ্যাঁ, আমরা তো এটা খেলেই সাফ অনূর্ধ্ব ২০ তে কোয়ালিফাই করেছি। সিনিয়র দলও এশিয়ান কাপে জায়গা করে নিয়েছে। অবশ্যই ভুল থাকবে। আমরা ভুল থেকে শিক্ষা নেব। পরের ম্যাচগুলোতে আরও ভালো করার জন্য কাজ করছি।

এই মুহূর্তেই তৈরি হয় সংবাদ সম্মেলনের সবচেয়ে মানবিক ও সৎ দৃশ্য। একজন তরুণ অধিনায়কের ভুলোমন মন্তব্য, সাংবাদিকের প্রশ্নে ধাক্কা খেয়ে তাৎক্ষণিক উপলব্ধিতে ফিরে আসা।

এখন সব মনোযোগ মাঠে। আগামীকাল বুধবার সন্ধ্যা সাতটায় মালয়েশিয়ার বিপক্ষে প্রথম ম্যাচে নামবে বাংলাদেশ নারী দল।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023 EU BANGLA NEWS